শিরোনাম
◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জায়েদ খানকে বয়কটের ঘোষণা চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠনের

মনিরুল ইসলাম: [২] চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কর্মকান্ড থেকে বয়কট ঘোষণা করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ টি সংগঠন।

[৩] বুধবার এফডিসিতে ১৮টি সংগঠনের এক সংবাদ সম্মেলন থেকে বয়কটের এই ঘোষণা দেওয়া হয়।

[৪] সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জায়েদ খানের বিরুদ্ধে বিভিন্ন শিল্পী-কুশলীকে হয়রানি করা, মিথ্যা মামলা দেওয়া ও ক্ষমতার
দাপট দেখিয়ে বিভিন্ন অপকর্ম করার অনেক অভিযােগ এসেছে।

[৫] লিখিত বক্তব্যে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ২০১৯ সালের ৩ এপ্রিলের জাতীয় চলচ্চিত্র দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে খরচের জন্য নগদ ৬ লাখ টাকা ইভেন ম্যানেজমেন্ট এর নিকট থেকে সরাসরি গ্রহন করেন। তবে জাতীয় কমিটি কর্তৃক গঠিত অর্থ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু, জায়েদ খানকে বার বার চিঠি দিয়ে সভায় উপস্থিত থেকে ৬ লাখ টাকার খরচের হিসাব প্রদান করার জন্য অনুরােধ করলেও তিনি কোন সভায় উপস্থিত হননি। হিসাবও দেননি।

[৬] তিনি বলেন, এ কারণে আমরা চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন গতকাল ১৪ জুলাই এক সভায় জায়েদ খান-কে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কর্মকান্ড থেকে বয়কট এর সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে অনির্দিষ্টকালের জন্য তার সাথে কেউ কাজ করবে না এবং তার সাথে কেউ কোন কাজে অংশগ্রহন করবে না।

[৭] সংবাদ সম্মেলনে জানানো হয়, যারা প্রনয়নকৃত নীতিমালা মেনে কাজ করবেন শুধুমাত্র তাদেরকে নিয়েই এখন থেকে চলচ্চিত্র নির্মিত হবে। যারা এই নীতিমালা মেনে কাজ করতে অপারগতা প্রকাশ করবেন তাদেরকেও নিষিদ্ধ করা হবে।

[৮] সংবাদ সম্মেলনে চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, অমিত হাসান, ওমর সানি,মোহাম্মদ হোসেন, আসাদুজ্জামান মজনু, আবু মুসা দেবু উপস্থিত ছিলেন।

[৯] সংবাদ সম্মেলনে জায়েদ খানের বিরুদ্ধে অভিনেতা ফিরোজ শাহী, হিরো আলম, নৃত্য পরিচালক সাইফুল ইসলাম অভিযোগ তুলে বক্তব্য রাখেন।

১০] এক প্রশ্নের জবাবে মুশফিকুর রহমান গুলজার বলেন, আমরা যেসব অভিযোগ পেয়েছি তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিবো। আর এফডিসিতে কাউকে অন্যায় করতে দেওয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়