শিরোনাম
◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি ◈ অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক ◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় বাসের ভেতর নারীকে ধর্ষণচেষ্টা, চালকসহ গ্রেপ্তার ৩

সাভার প্রতিনিধি:[২] আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার দাস এ তথ্য জানান।

[৩] রোববার রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহির উদ্দিনের ছেলে সহিদুল ইসলাম (২৮),কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ফেরদৌসের ছেলে ও আশুলিয়া ক্লাসিক পরিবহনের চালক আরিফ (১৮) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার কামরুল ইসলামের ছেলে সজীব (১৯)।

[৫] পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে রোববার রাতে ওই নারীর সঙ্গে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় দেখা হয় পরিবহন শ্রমিকদের। পরে ওই নারীসহ তারা তিনজন আশুলিয়ার পলাশবাড়ী সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আশুলিয়া ক্লাসিক পরিবহনে ওই নারীকে জোর করে তোলেন তিন পরিবহন শ্রমিক। পরে ধর্ষণের চেষ্টা করলে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের আটক করে।

[৬] খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়।

[৭] এসআই সুদীপ কুমার দাস বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা : জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়