শিরোনাম
◈ ঢাকা-সহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড, ইনিংস শেষ ২৮৬ রানে ◈ ঢাকায় শীতের আগমন, তাপমাত্রা নেমে ২০ ডিগ্রি সেলসিয়াসে ◈ বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলেও নিষেধাজ্ঞার ভয় নেই: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ভারতের বিকল্প খুঁজে পেল বাংলাদেশ, পেঁয়াজ আমদানির নতুন ভরসা পাকিস্তান ◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় বাসের ভেতর নারীকে ধর্ষণচেষ্টা, চালকসহ গ্রেপ্তার ৩

সাভার প্রতিনিধি:[২] আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার দাস এ তথ্য জানান।

[৩] রোববার রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহির উদ্দিনের ছেলে সহিদুল ইসলাম (২৮),কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ফেরদৌসের ছেলে ও আশুলিয়া ক্লাসিক পরিবহনের চালক আরিফ (১৮) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার কামরুল ইসলামের ছেলে সজীব (১৯)।

[৫] পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে রোববার রাতে ওই নারীর সঙ্গে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় দেখা হয় পরিবহন শ্রমিকদের। পরে ওই নারীসহ তারা তিনজন আশুলিয়ার পলাশবাড়ী সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আশুলিয়া ক্লাসিক পরিবহনে ওই নারীকে জোর করে তোলেন তিন পরিবহন শ্রমিক। পরে ধর্ষণের চেষ্টা করলে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের আটক করে।

[৬] খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়।

[৭] এসআই সুদীপ কুমার দাস বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা : জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়