মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকা সত্ত্বেও সরকারি নির্দেশনা অমান্য করে ব্যাপক জনসমাগমের মাধ্যমে ছেলের বৌ-ভাত অনুষ্ঠান করা বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সেই অফিস সুপার (ও.এস) এস.এম আসলাম’কে শোকজ করা হয়েছে।
[৩] বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম কর্তৃক ‘কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না’-মর্মে ৩ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
[৪] অফিস সুপার এস.এম আসলাম’কে শোকজ করার বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, আমার কাছে আসলাম তার ছেলের বিয়ের বিষয়টি বলেছিলেন। আমি তাকে সীমিত পরিসরে পারিবারিকভাবে বিয়ের কাজটি সম্পন্ন করার পরামর্শ দিয়েছিলাম।
[৫] কিন্তু তিনি তা না করে ব্যাপক জনসমাগমের মাধ্যমে বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করে সরকারী নির্দেশনা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অমান্য করেছেন। ওই দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে বিষয়টি সম্পর্কে অবগত হয়ে ‘কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না’-মর্মে ৩ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। তিনি জবাব দেয়ার পর সিদ্ধান্ত গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর প্রদান করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ