ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: [২] জেলার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমেদের ছোট ভাই রাসেল আহমেদকে পুলিশ পেটানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
[৩] গতকাল শুক্রবার রাতে দড়ি বাঞ্ছারামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
[৪] পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই বাঞ্ছারামপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুক এক আসামির বাড়িতে মামলার তদন্তে যাচ্ছিলেন। পথে তিনি বাঞ্ছারামপুর শহরের ইসলামী হাসপাতাল মোড়ে আসলে রাসেল আহমেদ ও তার সহযোগীরা তার পথরোধ করেন। একপর্যায়ে মো. ওমর ফারুককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারধর করেন তারা। পরে স্থানীয় লোকজন পুলিশের এই কর্মকর্তাকে রক্ষা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ