শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বনানীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

মোস্তাফিজুর রহমান : [২] রাজধানীর বনানী সেতু ভবন এর পাশে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন(৫৫)নামে এক পথচারী নিহত হয়েছেন।শনিবার দুপুর সাড়ে এগারোটায় দুর্ঘটনাটি ঘটে।

[৩] মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে দুপুর সোয়া একটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] নিহতের সহকর্মী আরিফুল ইসলাম জানান, আবুল হোসেন স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং কোম্পানির স্টোর ইনচার্জ হিসেবে কর্মরত তাদের অফিস গুলশান২ আজ সেতু ভবনে প্রজেক্ট এর কাজে এসে পরবর্তীতে কিছু মালামাল ক্রয়ের জন্য বাহিরে গিয়ে ক্রয় করে সেতু ভবনে ফেরার পথে রাস্তা পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে পরে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৫] নিহতের ভাতিজা রফিকুল ইসলাম জানান,তার চাচা সকালে বাসা থেকে অফিসের কাজে বের হয় পরে খবর পাই সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।মেডিকেল এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

[৬] ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত আবুল হোসেন ঝালকাঠি জেলার সদর থানার খাগাটিয়া গ্রামের মৃত একোম উদ্দিন ব্যাপারির ছেলে। বর্তমানে উত্তরখানে পরিবারের সাথে থাকতেন। দুই কন্যা সন্তানের জনক ছিলেন তিনি

  • সর্বশেষ
  • জনপ্রিয়