শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বনানীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

মোস্তাফিজুর রহমান : [২] রাজধানীর বনানী সেতু ভবন এর পাশে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন(৫৫)নামে এক পথচারী নিহত হয়েছেন।শনিবার দুপুর সাড়ে এগারোটায় দুর্ঘটনাটি ঘটে।

[৩] মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে দুপুর সোয়া একটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] নিহতের সহকর্মী আরিফুল ইসলাম জানান, আবুল হোসেন স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং কোম্পানির স্টোর ইনচার্জ হিসেবে কর্মরত তাদের অফিস গুলশান২ আজ সেতু ভবনে প্রজেক্ট এর কাজে এসে পরবর্তীতে কিছু মালামাল ক্রয়ের জন্য বাহিরে গিয়ে ক্রয় করে সেতু ভবনে ফেরার পথে রাস্তা পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে পরে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৫] নিহতের ভাতিজা রফিকুল ইসলাম জানান,তার চাচা সকালে বাসা থেকে অফিসের কাজে বের হয় পরে খবর পাই সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।মেডিকেল এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

[৬] ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত আবুল হোসেন ঝালকাঠি জেলার সদর থানার খাগাটিয়া গ্রামের মৃত একোম উদ্দিন ব্যাপারির ছেলে। বর্তমানে উত্তরখানে পরিবারের সাথে থাকতেন। দুই কন্যা সন্তানের জনক ছিলেন তিনি

  • সর্বশেষ
  • জনপ্রিয়