শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বনানীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

মোস্তাফিজুর রহমান : [২] রাজধানীর বনানী সেতু ভবন এর পাশে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন(৫৫)নামে এক পথচারী নিহত হয়েছেন।শনিবার দুপুর সাড়ে এগারোটায় দুর্ঘটনাটি ঘটে।

[৩] মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে দুপুর সোয়া একটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] নিহতের সহকর্মী আরিফুল ইসলাম জানান, আবুল হোসেন স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং কোম্পানির স্টোর ইনচার্জ হিসেবে কর্মরত তাদের অফিস গুলশান২ আজ সেতু ভবনে প্রজেক্ট এর কাজে এসে পরবর্তীতে কিছু মালামাল ক্রয়ের জন্য বাহিরে গিয়ে ক্রয় করে সেতু ভবনে ফেরার পথে রাস্তা পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে পরে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৫] নিহতের ভাতিজা রফিকুল ইসলাম জানান,তার চাচা সকালে বাসা থেকে অফিসের কাজে বের হয় পরে খবর পাই সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।মেডিকেল এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

[৬] ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত আবুল হোসেন ঝালকাঠি জেলার সদর থানার খাগাটিয়া গ্রামের মৃত একোম উদ্দিন ব্যাপারির ছেলে। বর্তমানে উত্তরখানে পরিবারের সাথে থাকতেন। দুই কন্যা সন্তানের জনক ছিলেন তিনি

  • সর্বশেষ
  • জনপ্রিয়