শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ১২:০৬ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজী নাসিরউদ্দিন আহমেদ: বাংলাদেশের জনসংস্কৃতিতে এন্ড্রু কিশোর প্রধান আইকন

গাজী নাসিরউদ্দিন আহমেদ: তখন আমরা স্কুল পাস করে ফেলেছি। এর আগে একা দূরে কোথাও যাইনি। বন্ধু খোরশেদের বড় ভাই রাশেদ ভাই সেই রামগঞ্জে সড়ক নির্মাণের ঠিকা নিয়েছেন। বেশ কদিন বাড়ির সঙ্গে যোগাযোগ নেই। খালাম্মা চিন্তিত। খোরশেদ যাবে রাশেদ ভাইয়ের খোঁজ নিতে। সঙ্গে আমিও যাবো। সেকি উত্তেজনা। কদমতলী বাস স্টেশন খুব চেনা জায়গা। কিন্তু সেখান থেকে গাড়ি চড়ে অন্য একটা জেলায় যাওয়া চ্যালেঞ্জ। ঢাকায় আসা যাওয়ার কারণে রাস্তা অনেকখানি চেনা। মহিপাল থেকে গাড়ি মোড় নিয়ে নোয়াখালীর পথ ধরল। একদম অচেনা রাস্তা। দু’পাশে সারি সারি গাছ।

বেশ সকালে রওয়ানা দিছিলাম আমরা। তারপরও শেষের সারিতে মনে হয় জায়গা পেয়েছিলাম। গাছের আড়ালে সূর্য ঢেকে যাচ্ছে, আবার উঁকি দিচ্ছে। তবে প্রথম নোয়াখালী যাবার স্মৃতিটা মনে আছে অন্য কারণে। টানা একটা গান বাজছিল। ‘কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া....’। এন্ড্রু কিশোর এত দরদ ঢেলে গাইছিলেন যে, আমার কিশোর মনেই তার বিচ্ছেদ জ্বালা টের পাচ্ছিলাম। বাড়িতে ফুপুরা রেডিওতে এন্ড্রু কিশোরের গান শুনতো। সে থেকে তার গলা চিনি। রাস্তা-ঘাটে এখানে-ওখানে শুনতে শুনতে গলাটা এত পরিচিত ছিল। বলাবাহুল্য ভদ্রলোকদের বাড়িতে তার গান ক্যাসেট বাজিয়ে শোনা হতো না। কিন্তু মেস কালচার উপেক্ষা করা অসম্ভব। বাংলাদেশের জনসংস্কৃতিতে এন্ড্রু কিশোর প্রধান আইকন। সম্ভবত সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশি গায়ক। তার চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা করা নিয়ে ফেসবুক সমাজের প্রতিক্রিয়া দেখে বিবমিষা জেগেছিল। বাঙালি তার আত্মার সঙ্গে বেঈমানি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়