শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০১:২৬ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওজন নির্ধারন করে রাত থেকে পোস্তগোলা ব্রিজে শুরু হবে যান চলাচল

শরীফ শাওন : [৩] প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চকে উদ্ধার করতে প্রত্যয় জাহাজ আসার পথে পোস্তগোলা ব্রিজের মাঝের পিলারে ধাক্কা লাগে। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে পিলারের নিচের অংশের পলেস্তরাসহ সিমেন্ট খসে রড বেরিয়ে আসে। এছাড়াও ওই স্থানে ব্রিজের নিচের পাটাতন বিম অংশে ফাটল দেখা দেয়।

[৪] সার্জেন্ট হাসিবুল বলেন, সকাল সাড়ে ৯টায় সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীগণ সরেজমিনে পরিদর্শন করেন ও ক্ষয়ক্ষতি নিরুপণ করেন। তবে প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন না।

[৫] তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার রাত থেকে ব্রিজের সমস্ত প্রবেশমুখ বন্ধ রাখা হয়। ব্রিজটি দিয়ে সন্ধ্যা পর্যন্ত সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের উপপ্রধান আবু নাসের জানান, রাত থেকেই যানচলাচলের কথা জানিয়েছে অধিদপ্তর।

[৬] সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত লেনের পাশ পাশ দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। ব্রিজের দুটি পাটাতন ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যবেক্ষক দল পরিদর্শন করেছেন, ক্ষয়ক্ষতি নিরুপণ করা হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়