শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০১:২৬ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওজন নির্ধারন করে রাত থেকে পোস্তগোলা ব্রিজে শুরু হবে যান চলাচল

শরীফ শাওন : [৩] প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চকে উদ্ধার করতে প্রত্যয় জাহাজ আসার পথে পোস্তগোলা ব্রিজের মাঝের পিলারে ধাক্কা লাগে। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে পিলারের নিচের অংশের পলেস্তরাসহ সিমেন্ট খসে রড বেরিয়ে আসে। এছাড়াও ওই স্থানে ব্রিজের নিচের পাটাতন বিম অংশে ফাটল দেখা দেয়।

[৪] সার্জেন্ট হাসিবুল বলেন, সকাল সাড়ে ৯টায় সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীগণ সরেজমিনে পরিদর্শন করেন ও ক্ষয়ক্ষতি নিরুপণ করেন। তবে প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন না।

[৫] তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার রাত থেকে ব্রিজের সমস্ত প্রবেশমুখ বন্ধ রাখা হয়। ব্রিজটি দিয়ে সন্ধ্যা পর্যন্ত সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের উপপ্রধান আবু নাসের জানান, রাত থেকেই যানচলাচলের কথা জানিয়েছে অধিদপ্তর।

[৬] সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত লেনের পাশ পাশ দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। ব্রিজের দুটি পাটাতন ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যবেক্ষক দল পরিদর্শন করেছেন, ক্ষয়ক্ষতি নিরুপণ করা হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়