শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০১:২৬ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওজন নির্ধারন করে রাত থেকে পোস্তগোলা ব্রিজে শুরু হবে যান চলাচল

শরীফ শাওন : [৩] প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চকে উদ্ধার করতে প্রত্যয় জাহাজ আসার পথে পোস্তগোলা ব্রিজের মাঝের পিলারে ধাক্কা লাগে। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে পিলারের নিচের অংশের পলেস্তরাসহ সিমেন্ট খসে রড বেরিয়ে আসে। এছাড়াও ওই স্থানে ব্রিজের নিচের পাটাতন বিম অংশে ফাটল দেখা দেয়।

[৪] সার্জেন্ট হাসিবুল বলেন, সকাল সাড়ে ৯টায় সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীগণ সরেজমিনে পরিদর্শন করেন ও ক্ষয়ক্ষতি নিরুপণ করেন। তবে প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন না।

[৫] তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার রাত থেকে ব্রিজের সমস্ত প্রবেশমুখ বন্ধ রাখা হয়। ব্রিজটি দিয়ে সন্ধ্যা পর্যন্ত সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের উপপ্রধান আবু নাসের জানান, রাত থেকেই যানচলাচলের কথা জানিয়েছে অধিদপ্তর।

[৬] সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত লেনের পাশ পাশ দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। ব্রিজের দুটি পাটাতন ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যবেক্ষক দল পরিদর্শন করেছেন, ক্ষয়ক্ষতি নিরুপণ করা হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়