ইকবাল খান: [২] প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার জাতির উদ্দেশে এক ভাষণে আরও বলেন, সময় মতো লকডাউন করায় অনেক বেশি মাত্রায় করোনা ভাইরাসের সংক্রমণ আটকানো গেছে। তবে আনলক পর্ব শুরু হওয়ার পর থেকেই দেশের মানুষ এই রোগ থেকে সতর্কতা রক্ষায় অনেকটাই ঢিলে দিয়েছে, ফলে সংক্রমণ দ্রুত হারে বাড়ছে। এনডিটিভি, আনন্দবাজার।
[৩] প্রয়োজনে দেশের সার্বিক স্বার্থ রক্ষা করতে যাঁরা মাস্ক পরবেন না বা সামাজিক দূরত্ব সহ বিভিন্ন বিধিনিষেধ মানবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দেন নরেন্দ্র মোদি।
[৪] প্রধানমন্ত্রী বলেন, লকডাউনের কারণে যাতে দেশের কোনও মানুষকেই অভুক্ত থাকতে না হয় তার জন্যে কেন্দ্রের পক্ষ থেকে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে চাল-ডাল দেওয়া হচ্ছে। এই সুবিধা নভেম্বর পর্যন্ত দেওয়া হবে। এর ফলে প্রতি মাসে গরিব পরিবারের সদস্যদের জন্যে বিনামূল্যে ৫ কেজি গম অথবা ৫ কেজি চাল দেওয়া হবে।