যশোর প্রতিনিধিঃ [২] যশোরের বাঘারপাড়ায় একভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছে। ঘটনাটি উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের ঘোষনগর গ্রামে ঘটেছে। অভিযুক্ত ভাইকে আটক করেছে পুলিশ।
[৩] পুলিশ ও এলাকাবাসীর মারফত জানা গেছে সোমবার দিবাগত রাত ১২ টার দিকে বড়ভাই নেশাগ্রস্ত বিপ্লব বিশ্বাস (৩৫) টিউবওয়েলের হাতল দিয়ে ছোটভাই বিপুল বিশ্বাসকে মাথায় আঘাত করে। এ সময় প্রচন্ড আঘাতে বিপুল বিশ্বাস মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। নিহত এবং আহত দুইজনই ঘোষনগর গ্রামের হরমুজ বিশ্বাসের ছেলে।
[৪] জানা গেছে, খুনী বিপ্লব বিশ্বাস একজন মাদকাসক্ত। গতকাল রাতে ছোটভাই বিপুল বিশ্বাস প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। এ সময় বিপ্লব তাকে টিউবওয়েলের হাতল দিয়ে মাথার পেছনে সজোরে আঘাত করলে, মুহূর্তেই বিপুল মাটিতে লুটিয়ে পড়ে।
[৫] পরিবারের সদস্যরা রাত ১ টার দিকে বিপুলকে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সম্পাদনা: সাদেক আলী