শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৮:২৭ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউভিআইটিস বা চোখের মধ্যস্তর প্রদাহ রোগে আক্রান্ত হলে করণীয়

অনলাইন ডেস্ক : এ রোগে আক্রান্ত হলে আলোর দিকে তাকাতে সমস্যা হয়, চোখে ঝাপসা দেখা যায়, ব্যথা হয় এবং চোখ লাল হয়ে থাকে। ইউভিআইটিস হঠাৎ দেখা দিতে পারে। অনেক সময়ে ব্যথা ছাড়াই, শুধু চোখের দৃষ্টি ঝাপসা হয়ে। তবে সাধারণত ইউভিআইটিসে চোখ লাল হয়, সেই সঙ্গে চোখ ব্যথা করে। এমন হলে এবং ব্যথা তাড়াতাড়ি না কমলে দ্রুত চোখের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত।

যে কারণে হয় : বিভিন্ন কারণে এ রোগ দেখা দিতে পারে। ভাইরাস, যেমন-শিঙ্গলস, মাম্পস বা হার্পিস; কোনো ছত্রাক, যেমন-হিস্টোপ্ল্যাসমোসিস; কোনো পরজীবী, যেমন-টক্সোপ্ল্যাসমোসিস; শরীরের অন্য কোনো জায়গা সম্পর্কিত কোনো অসুখ, যেমন আর্থ্রাইটিস; চোখে কোনো আঘাত লাগলে ; রোগজীবাণু, যেমন-সিফিলিস। তবে অনেক ক্ষেত্রেই আসল কারণ জানা যায় না।

হতে পারে কয়েক ধরনের ইউভিআইটিস : চোখের কোন অংশে প্রদাহ হয়েছে, তার ওপর নির্ভর করে ইউভিআইটিস কোন ধরনের। যদি আইরিসের কাছাকাছি প্রদাহ হয়, তা হলে এটিকে বলা হয় আইরাইটিস। আইরাইটিস হঠাৎ করে হয় এবং সারতে দুই মাসও লেগে যেতে পারে। চোখের মাঝামাঝি প্রদাহ হলে, তাকে বলে সাইক্লাইটিস। সাইক্লাইটিস চোখের পেশিগুলোর ওপর প্রভাব ফেলে। ফলে চোখের লেন্সের ফোকাস করতে অসুবিধা হয়। এটি সারতেও কয়েক মাস লাগে। চোখের পেছনে প্রদাহ হলে এটিকে বলা হয় কোরয়ডাইটিস। কোরয়ডাইটিস আস্তে আস্তে দেখা দেয়। সারতেও সময় বেশ সময় লাগে। ইউভিআইটিস হলে গ্লুকোমা, ক্যাটার‌্যাক্ট এবং নেওভ্যাস্কুলারাইজেশনের আশঙ্কা বাড়ে। এ ছাড়া রেটিনাও এটি ক্ষতিগ্রস্ত করতে পারে।

চিকিৎসা : স্টেরয়েড বা বিভিন্ন আই-ড্রপস ব্যবহারের পাশাপাশি প্রদাহ বেশি হলে ইনজেকশন বা ওষুধ খেতে হয়।

লেখক : প্রফেসর ডা. মো. নূরুল আলম, চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন, বিভাগীয় প্রধান, ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, উত্তরা, ঢাকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়