জায়েদুল আহসান পিন্টু : কোভিড-১৯ টেস্টের জন্য ২০০ টাকা ফি আদায়ের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। নিশ্চয়ই সরকার টাকার জন্য এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে না। কারণ আজ পর্যন্ত ৭ লাখ ৩৩ হাজার জনের পরীক্ষা হয়েছে। তাদের সবার কাছ থেকে যদি ফি আদায় করত। তাহলে মাত্র ১৪ কোটি ৬৬ লাখ টাকা পাওয়া যেত। ধরা যাক, এদেশে আগামী দু’মাসে ১০ লাখ পরীক্ষা হবে, তাতে সরকার পাবে মাত্র ২০ কোটি টাকা। এই টাকাতো যে কোনো ঔষুধ কোম্পানি তার সিএসআর বাজেট থেকেই দিয়ে দিতে পারে। তাহলে সরকার কেন এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে? আমরা জানি কোভিড পরীক্ষার খরচ ২০০ টাকার কয়েকগুন বেশি। অর্থাৎ ২০০ টাকা ফি নিলেও সরকারকে ভর্তুকি দিতেই হবে। সরকারি কর্তারা বলছেন, এতে নাকি কোভিড-১৯ পরীক্ষার অপব্যবহার রোধ করা যাবে? প্রশ্ন হলো অপব্যবহার হয় আর কয়টা? বোঝার চেষ্টা করছি সরকারের যুক্তিটা কী। কার মাথা থেকে এমন আইডিয়া আসে?
ফেসবুক থেকে