মশাহিদ আহমদ, মৌলভীবাজার : [২] সোমবার দুপুরে মৌলভীবাজার আবগারী ও ভ্যাট সার্কেল সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান শহরের ঢাকা-সিলেট মহাসড়ক’ ছয় ভাই ভবন এর নীচ তলায় অবস্থিত এ.জে.আর পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিস থেকে ৫ বস্তা ব্যান্ডরোল বিহীন নকল আকিজ বিড়ি আটক করেন।
[৩] আটককৃত বিড়ির বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। মৌলভীবাজার আবগারী ও ভ্যাট সার্কেল সুত্রে জানা গেছে, আকিজ বিড়ি ফ্যাক্টরি লি. এর সহকারী ব্যবস্থাপক মোঃ আকবর হোসেন ও এরিয়া ম্যানেজার মো.ইলিয়াছ হোসেন এর দেয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আজ দুপুরে এ.জে.আর পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিস অফিসে গিয়ে দেখা যায় ব্যান্ডরোল বিহীন নকল আকিজ বিড়ির পার্সেল পাঠানো হয়।
[৪] কিন্তু, প্রাপক পার্সেলটি গ্রহণ করতে অনিছুক হলে কুরিয়ার সার্ভিস অফিসের কর্তৃপক্ষ আকিজ বিড়ি ফ্যাক্টরি ও মৌলভীবাজার আবগারী ও ভ্যাট সার্কেল কতৃপক্ষকে অবহিত করেন।
[৫] সূত্রে জানা গেছে- নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ বিড়ি সারা দেশের জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজার গুলোতে দীর্ঘদিন যাবত নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে আসছে। বাজারজাত করে সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে একটি সিন্ডিকেট। কাস্টমের উদাসীনতা আর তালবাহানায় এই সমস্ত নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ বিড়ি রমরমা বাণিজ্যের কারণে সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী