নিয়াজী মান্না : আজ ২৭ জুন শনিবার তার জন্মদিন। আজ জীবনের ২৮টি বসন্ত শেষ করলেন তিনি। পড়াশুনা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। ভীষণ আদরে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন রাজনৈতিক পরিবেশে। তারপরও শান্ত স্বভাবের কারণে একটু আড়ালে থাকতেই পছন্দ করেন। দাদা ভালোবেসে নাতনীর নাম রাখেন ‘জিয়াও মুজি’।
হ্যাঁ, বলছিলাম চিনা প্রেসিডেন্ট শি চিন পিংয়ের একমাত্র সন্তানের কথা। ‘জিয়াও মুজি’ শি’র কন্যা, একমাত্র সন্তান।
ফেসবুক থেকে