ইসমাঈল আযহার: [২] তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরিত্তিন কোকা এক বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ ২৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মারা গেছে ৫ হাজার ১ জন। ডেইলি সাবাহ, আনাদোলু এজেন্সি
[৩] তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৯৮২টি। এ নিয়ে সর্বমোট ৩০ লাখের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হলো।
[৩] কোকা বলেন, দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৯০ হাজার ১৬৫ জন।
[৪] তুরস্কে সর্বশেষ একদিনে সুস্থ হয়েছে ১ হাজার ৩১৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১ লাখ ৬২ হাজার ৮৪৮ জন। সারাদেশে এখন মোট ৮৯৩ রোগী নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে।