শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ২৪ জুন, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতীবান্ধায় ভ্রাম্যমান আদালতে ১৫৩ জনের জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি : [২] লালমনিরহাটের হাতীবান্ধায় সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধিসহ সরকারী নির্দেশনা না মানার অপরাধে ৬ টি মোবাইল কোর্টে ১ শত ৫৩ টি মামলায় ৩২ হাজার ৭ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

[৩] মঙ্গলবার (২৩ জুন) নিদভর উপজেলার বিভিন্ন এলাকায় ৬টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।

[৪] জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আমিন, সহকারী কমিশনার (ভুমি) শামিমা সুলতানা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লালমনিরহাট সাইয়েদা ফয়জুন্নেছা, শহীদুল ইসলাম সোহাগ, শাম্মী কায়সার ও টি.এম রাহসিন কবির উপজেলার বড়খাতা, পারুলিয়া, মেডিকেল মোড়, দইখাওয়া, গোতামারী, নাওদাবাস, ভেলাগুড়ি, ডাউয়াবাড়ী ও সানিয়াজান এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করাসহ স্বাস্থ্য বিধি না মানা ও সরকারী নির্দেশনা অমান্য করার অপরাধে ১৩৫ টি মামলা করেন। ওই মামলা গুলোতে বিভিন্নজনের ৩২ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়েছে।

[৫] হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আমিন জানান, করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন হাট বাজার ও শহরে সামাজিক দুরত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং আইন শৃংঙ্খলা বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়