এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : [২] চট্টগ্রামে ধারালো ছোরাসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। ২৩ জুন (মঙ্গলবার) দুপুরে নগরীর কোতোয়ালি থানাধীন টাইগারপাস এলাকায় তাদেরকে গ্রেফতার করা হয়।
[৩] গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রাসেল (২৫)। অন্যজন একই এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে মোহাম্মদ বিল্লাল (২৬)। বর্তমানে চকবাজার থানা এলাকার টাকশা মিয়ার মসজিদ গলিতে থাকেন।
[৪] কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা ছোরাসহ টাগাইগারপাস এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান নেয়। বিষয়টি কোতোয়ালি থানার টহল টিমের নজরে আসলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে। তারা উভয়ই পেশাদার ছিনতাইকারী বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানান তিনি।