শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশেষ ওএমএস কার্ডে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু করেছে খাদ্য অধিদপ্তর

লাইজুল ইসলাম : [২] সকালে বাংলামোটরের ইস্টার্ন প্লাজার সামনে গিয়ে দেখা যায় ট্রাকে করে চাল বিক্রি শুরু হয়েছে। লাইন দিয়ে চাল কিনছেন রাজধানীর খেটে খাওয়া মানুষ। স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে এলাকার দরিদ্র ব্যক্তিদের দেয়া হয়েছিলো বিশেষ ওএমএস কার্ডের ভিত্তিতে এই চাল দেয়া হচ্ছে।

[৩] খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা কাজী মো. আহসান হোসেন জানান, শনিবার থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে এই চাল বিক্রি কার্যক্রম। একেকজন ২০ কেজি করে চাল পাবেন। প্রতি কেজি চালের দাম পরবে ১০ টাকা করে। চলতি মাসেই পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডে এই কার্যক্রম চলবে।

[৪] কাজী মো. আহসান বলেন, প্রতেকটি গাড়িতে নির্দিষ্ট পরিমান চাল দেয়া আছে। কার্ডে হিসেবে চাল দেয়া হয়েছে। চাল বিতরণের আগে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে যারা চাল নিতে পারবেন তাদের জানিয়ে দেয়া হয়েছিলো।

[৫] এ বিষয়ে কথা হয় মো. সালাউদ্দিন বলেন, কোভিডে-১৯ এর কারণে কষ্টের সময় পার করছি আমরা। চাকরি নিয়ে সবাই দুশ্চিন্তায় আছি। ইতোমধ্যে আয় উপার্জন কমেছে। এই চাল আমাদের অনেক উপকারে আসবে। মাত্র ১০ টাকা কেজিতে চাল পেয়ে আমি খুবই আনন্দিত।

[৬] বাসা-বাড়িতে কাজ করেন মিনার সুলতানা বলেন, আমার কোনো কাজ নাই। কোনো আয় নাই। বিভিন্ন সময় ত্রাণ পেয়েছি তাই দিয়ে চলেছি। এখন ১০ টাকার চাল আমাদের জন্য আর্শিবাদের মত। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়