শিরোনাম
◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশেষ ওএমএস কার্ডে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু করেছে খাদ্য অধিদপ্তর

লাইজুল ইসলাম : [২] সকালে বাংলামোটরের ইস্টার্ন প্লাজার সামনে গিয়ে দেখা যায় ট্রাকে করে চাল বিক্রি শুরু হয়েছে। লাইন দিয়ে চাল কিনছেন রাজধানীর খেটে খাওয়া মানুষ। স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে এলাকার দরিদ্র ব্যক্তিদের দেয়া হয়েছিলো বিশেষ ওএমএস কার্ডের ভিত্তিতে এই চাল দেয়া হচ্ছে।

[৩] খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা কাজী মো. আহসান হোসেন জানান, শনিবার থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে এই চাল বিক্রি কার্যক্রম। একেকজন ২০ কেজি করে চাল পাবেন। প্রতি কেজি চালের দাম পরবে ১০ টাকা করে। চলতি মাসেই পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডে এই কার্যক্রম চলবে।

[৪] কাজী মো. আহসান বলেন, প্রতেকটি গাড়িতে নির্দিষ্ট পরিমান চাল দেয়া আছে। কার্ডে হিসেবে চাল দেয়া হয়েছে। চাল বিতরণের আগে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে যারা চাল নিতে পারবেন তাদের জানিয়ে দেয়া হয়েছিলো।

[৫] এ বিষয়ে কথা হয় মো. সালাউদ্দিন বলেন, কোভিডে-১৯ এর কারণে কষ্টের সময় পার করছি আমরা। চাকরি নিয়ে সবাই দুশ্চিন্তায় আছি। ইতোমধ্যে আয় উপার্জন কমেছে। এই চাল আমাদের অনেক উপকারে আসবে। মাত্র ১০ টাকা কেজিতে চাল পেয়ে আমি খুবই আনন্দিত।

[৬] বাসা-বাড়িতে কাজ করেন মিনার সুলতানা বলেন, আমার কোনো কাজ নাই। কোনো আয় নাই। বিভিন্ন সময় ত্রাণ পেয়েছি তাই দিয়ে চলেছি। এখন ১০ টাকার চাল আমাদের জন্য আর্শিবাদের মত। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়