শিরোনাম
◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল ◈ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: ইসি মাছউদ

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ১৪ জুন, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নতুন করে কোভিড-১৯ আক্রান্ত ২৬৯, মৃত্যু ৬

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] জেলার পাঁচটি ল্যাবে ৮৫৬ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৬৯ জনের শরীরে করোনায় আক্রান্ত হয়েছে। একই দিন করোনায় মৃত্যুবরণ করেছেন ৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।

[৩] রোববার (১৪ জুন) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

[৪] একই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৯ টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হযওয়ার খবর পাওয়া গেছে।

[৫] চট্টগ্রামে প্রাশিত তথ্যে যে পাঁচটি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে তা হলো-
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩২ টি নমুনা পরীক্ষা করে ৪১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩০৪ টি নমুনা পরীক্ষা করে ১১১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ে ১৫৩ টি নমুনা পরীক্ষা করে ৪৫ জন এবং বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১২৬ টি নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়।

[৬] তাছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ১২ টি নমুনা পরীক্ষা করে আরও দুইজনের করোনা পজেটিভ পাওয়া যায়।

[৭] সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬৯ জন। এর মধ্যে নগরে ২০৮ জন এবং বিভিন্ন উপজেলায় ৬১ জন রয়েছে। করোনায় মৃত্যুবরণ করেছেন ৬ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়