জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] জেলার পাঁচটি ল্যাবে ৮৫৬ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৬৯ জনের শরীরে করোনায় আক্রান্ত হয়েছে। একই দিন করোনায় মৃত্যুবরণ করেছেন ৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।
[৩] রোববার (১৪ জুন) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
[৪] একই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৯ টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হযওয়ার খবর পাওয়া গেছে।
[৫] চট্টগ্রামে প্রাশিত তথ্যে যে পাঁচটি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে তা হলো-
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩২ টি নমুনা পরীক্ষা করে ৪১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩০৪ টি নমুনা পরীক্ষা করে ১১১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ে ১৫৩ টি নমুনা পরীক্ষা করে ৪৫ জন এবং বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১২৬ টি নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়।
[৬] তাছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ১২ টি নমুনা পরীক্ষা করে আরও দুইজনের করোনা পজেটিভ পাওয়া যায়।
[৭] সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬৯ জন। এর মধ্যে নগরে ২০৮ জন এবং বিভিন্ন উপজেলায় ৬১ জন রয়েছে। করোনায় মৃত্যুবরণ করেছেন ৬ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। সম্পাদনা: জেরিন আহমেদ