শিরোনাম
◈ মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: পরিচয় মেলেনি গৃহকর্মী আয়েশা’র ◈ জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ◈ তফসিলের পর সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন, বেআইনি সমাবেশে কঠোর ব্যবস্থা: অন্তর্বর্তী সরকারের বিবৃতি  ◈ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ ◈ হাইকোর্টের আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ : ডিএম‌পি ◈ ১৩ ব্যাংক থেকে কেনা হলো ২০ কোটি ২০ লাখ ডলার ◈ ১৮টি কেন্দ্র–৪৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার: কড়া নিষেধাজ্ঞা ও নতুন নির্দেশনা ◈ রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না’—অর্থ উপদেষ্টা ◈ নারীদের সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক: প্রধান উপদেষ্টা  ◈ দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে, কাঠামো বদলাতে সময় লাগবে—দুদক চেয়ারম্যান (ভিডিও)

প্রকাশিত : ০৯ জুন, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ০৯ জুন, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] [১] কোটালীপাড়ায় নিখিল হত্যামামলায় পুলিশের এএসআই ও সোর্স কারাগারে

মাহবুব সুলতান  :[২] তারা হলেন- কোটালীপাড়ার থানার এএসআই মো. শামীম হাসান ও তার সোর্স রেজাউল।

[৩] সোমবার দুপুরে তাদেরকে গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

[৪] এর আগে রোববার রাতে নিহত নিখিলের ভাই মন্টু তালুকদার বাদী হয়ে এএসআই মো. শামীম হাসান ও কোটালীপাড়া পৌর এলাকার কয়খা গ্রামের মো. রেজাউলকে আসামি করে মামলা করেন।

[৫] মামলায় উল্লেখ করা হয়- ২ জুন মঙ্গলবার নিহত নিখিল এলাকার অন্যান্যদের সঙ্গে নিয়ে কোটালীপাড়ার রামশীল বাজার এলাকায় তাস খেলছিলেন। কিছুক্ষণ পর কোটালীপাড়া থানার এএসআই শামিম রেজাউলকে নিয়ে ঘটনাস্থল থেকে একটু দূরে বসে মোবাইল ফোনের মাধ্যমে খেলার দৃশ্য ভিডিও করেন।

[৬] একপর্যায়ে নিখিলসহ অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ৩/৪ জন পালিয়ে গেলেও নিখিল ধরা পড়ে যায় পুলিশের কাছে।

[৭ ] এসময় পুলিশের এএসআই মো. শামীম হাসান নিখিলকে পিটিয়ে গুরুতর আহত করেন। নিখিলকে প্রথমে বরিশাল ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তির পর ৩ জুন তার মৃত্যু হয়। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়