শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার থানায় ঢুকে পুলিশকে মারধর

ডেস্ক রিপোর্ট : [২] বগুড়ার শিবগঞ্জ থানায় ঢুকে পুলিশকে মারধর করে গ্রেফতারকৃত তিনজনকে ছিনিয়ে চেষ্টা করে কয়েকজন। এ অভিযোগে থানায় মামলার পর ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] বুধবার সন্ধ্যার এ ঘটনায় এসআই আনোয়ার হোসেন ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

[৪] গ্রেফতার চারজনকে বৃহস্পতিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

[৫] গ্রেফতারকৃত আসামিরা হলেন শিবগঞ্জের নাগরবন্দর কালিপাড়ার তসলিম উদ্দিন (৬৫), তার ছেলে পূবালী ব্যাংক সাতমাথা শাখার ক্যাশিয়ার তৌহিদুল ইসলাম (৩০), একই গ্রামের মৃত জোব্বার প্রামাণিকের ছেলে হারুনার রশিদ (৬০) ও নাটমরিচা গ্রামের আফজাল হোসেনের ছেলে হাফিজার রহমান (৩৫)।

[৬] এসআই আনোয়ার হোসেন জানান, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে গাছ থেকে আম ও কাঁঠাল চুরি হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারক নাথ কুণ্ডু থানায় সাধারণ ডায়েরি করেন। থানার এসআই আনোয়ার হোসেন বুধবার বিকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তদন্ত করে আসেন।

[৭] পরে উপজেলার কালিপাড়া গ্রামের কিছু লোকজন হাসপাতালের দেওয়ায় ডিঙ্গিয়ে ভিতরে প্রবেশ করে। তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাসভবনে হামলা করেন। খবর পেয়ে পুলিশ আবারো হাসপাতালে গেলে পূবালী ব্যাংক কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও আশপাশের গ্রামের অর্ধশত নারী-পুরুষ এসে পুলিশকে ঘেরাও করেন। পরে থানা থেকে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে সহকর্মীদের উদ্ধার করেন।

[৮] এ সময় তৌহিদুল ইসলাম, হারুনার রশিদ ও হাফিজার রহমানকে গ্রেফতার করে থানায় আনা হয়। বাহিরে প্রচার হয় তাদের থানায় নিয়ে মারধর করা হচ্ছে। তখন তৌহিদুলের বাবা তসলিম উদ্দিন স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে জোরপূর্বক থানায় ঢোকেন। তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের মারপিট করে গ্রেফতার তিনজনকে ছিনিয়ে নেবার চেষ্টা করেন। পরে পুলিশ তসলিম উদ্দিনকেও গ্রেফতার করলে অন্যরা পালিয়ে যায়। যুগান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়