ইসমাঈল হুসাইন ইমু: [২] চলমান করোনাযুদ্ধে দেশ ও জনগণের সুরক্ষা-সেবা নিশ্চিত করতে গিয়ে আত্মোৎসর্গকারী ১৪ জন পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারের জন্য এক লাখ টাকা করে অনুদান প্রদান করেছে ওয়ালটন গ্রুপ।
[৩] বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপি ড. বেনজীর আহমেদ’র কাছে অনুদানের টাকা তুলে দেন ওয়ালটন গ্রুপের প্রতিনিধি। এসময় ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[৪] করোনাযুদ্ধে পুলিশের গুরুত্বপূর্ণ ও অসামান্য অবদানের কথা উল্লেখ করে ওয়ালটন গ্রুপের প্রতিনিধি বলেন, পুলিশের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত। এ সময় পুলিশের পাশে দাঁড়ানোর জন্য ওয়ালটন গ্রুপের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আইজিপি।