শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ২২ মে, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে নতুন করে ৪জন করোনায় আক্রান্ত; আক্রান্তরা সকলেই ঢাকা ফেরত

ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও চারজন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ২ জন, পীরগঞ্জ উপজেলায় একজন ও বালিয়াডাঙ্গী উপজেলায় একজন। আক্রান্তরা সকলেই ঢাকা ফেরত।

[৩] ঠাকুরগাঁও সদর উপজেলায় আক্রান্তদের একজনের বয়স ২১ বছর ও আরেক জনের ২২ বছর। এছাড়া বালিয়াডাঙ্গীতে আক্রান্ত ব্যক্তির বয়স ২৬ বছর এবং পীরগঞ্জে আক্রান্ত হয়েছেন ২২ বছর বয়সী এক যুবক।

[৪] বৃহস্পতিবার (২১ মে) রাত আটটায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।

[৫] জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার জানান, আজ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় নতুন করে ৪ জন (সদর উপজেলা-২ জন, বালিয়াডাঙ্গী-১ জন এবং পীরগঞ্জ-১ জন) করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তরা সকলে ঢাকা ফেরত। সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে একজনের বাড়ী মথুরাপুর এলাকায় এবং অপরজনের বাড়ী মাধবপুর এলাকায়। এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলার কাশিডাঙ্গায় আক্রান্ত হয়েছেন একজন ও পীরগঞ্জ উপজেলা রঘুনাথপুরে আক্রান্ত হয়েছেন একজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৭ জনে। এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন শিশুসহ ২৩ জন।

[৬] জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় সদর উপজেলাসহ পাঁচ উপজেলা থেকে ৪৪ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। জেলা থেকে এ পর্যন্ত নমুনা প্রেরণের সংখ্যা ১২১৪। এরমধ্যে ফলাফল পাওয়া গেছে ১০৫১ জনের। নমুনার ফলাফলে ১০০৪ জন নেগেটিভ ও ৪৭ জন পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন নারী ও শিশুসহ ২৩ জন।

[৭] প্রসঙ্গত, গত ১১ এপ্রিলে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২ জন ও পীরগঞ্জে একজনসহ প্রথম তিনজন করোনা রোগী সনাক্ত হয়। পর্যায়ক্রমে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৭ জনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়