শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ১৮ মে, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসি ভক্ত নাসিরের স্বপ্ন ‘এল ক্ল্যাসিকো’ দেখা

স্পোর্টস ডেস্ক : [২] ফুটবলের ধ্রুপদী লড়াই কে না দেখতে চায়। তাও যদি হয় দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এল ক্ল্যাসিকো তাহলেতো কথাই নেই। কখনো রিয়ালের ঐতিহ্যবাহী বার্নাব্যুতে আবার কখনো বার্সার ঐতিহাসিক ন্যু ক্যাম্পে এল ক্ল্যাসিকো দেখতে বিশ্বের নানা দেশ থেকে ছুটে যান ফুটবল পাগল ভক্তরা।

[৩] সেই তালিকা থেকে বাদ যাননি ক্রিকেটার নাসির হোসেনও। ক্রিকেটার হয়েও ফুটবল পাগল নাসিরের একটি ইচ্ছা এল ক্ল্যাসিকো দেখা। লিওনেল মেসির ভক্ত হিসেবেই সেখানে গিয়ে খেলা দেখার ইচ্ছা তার।

[৪] মেসির বড় ভক্ত হলেও তার জন্য বেশি পাগলামি করেন না নাসির। তবে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদিনহোর খেলাও ভালো লাগে এই অলরাউন্ডারের।

[৫] রবিবার ক্রিকফ্রেঞ্জির সঙ্গে লাইভে নাসির বলেন, ক্রিকেট বাদে, ফুটবল বলতে আমার খুব ইচ্ছা রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার একটা ম্যাচ (এল ক্ল্যাসিকো) দেখার। কোন কারণে দেখা হয়নি। আমার স্বপ্ন এটা মাঠে বসে দেখার।

[৬] যেহেতু আমি মেসির অনেক বড় ভক্ত। আবার এমন ভক্ত না যে ওর গায়ের ওপর গিয়ে পড়ব। ওর খেলা অনেক ভালো লাগে। ক্রিস্টিয়ানো রোলান্দোর খেলা ভালো লাগে, রোনালদিনহোর খেলা ভালো লাগতো। এখন তো আর খেলে না।' আরও যোগ করেন তিনি।

[৭] ১৯০২ সালে সর্বপ্রথম ফুটবল ময়দানে মুখোমুখি হয়েছিলো এই দুই স্পেনিশ জায়েন্ট। এরপর এখন পর্যন্ত মোট ২৭৭ বার মুখোমুখি হয়েছে দু'দল। যেখানে জয়ের পাল্লা ভারী বেশি বার্সার। লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা ম্যাচ জিতেছেন মোট ১১৫টি।

[৮] ১০০ বার জয়ের মুখ দেখেছে সার্জিও রামোস-গ্যারেথ বেলরা। ড্র হয়েছে ৬৫ বারের দেখায়। এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি গোলের মালিক মেসি। মোট ২৬টি গোল দিয়েছেন আর্জেন্টাইন এই ফুটবল ফরওয়ার্ড। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়