ইসমাঈল আযহার: [২] করোনাভাইরাস ঠেকাতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। ভাইরাসটি আঘাত হেনেছে তুরস্কেও। ভাইরাস মোকাবেলা করতে ব্যস্ততম সময় পার করার মধ্যেও কোরআন তেলাওয়াত করছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। আল জাজিরা, আল ওয়াতান
[৩] সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কোরআন শরীফ খতম করতে অফিসের চেয়ারে বসেই তিলাওয়াত করছেন প্রেসিডেন্ট এরদোগান।
[৪] বুধবার (১৩ মে) আল জাজিরা আরবি তুর্কি প্রেসিডেন্টের এই ভিডিও নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে দেখা যাচ্ছে, বিশুদ্ধ উচ্চারণে এরদোগান কোরআন শরীফের ২৫তম পারা থেকে তেলাওয়াত করছেন।
[৫] ধর্মানুরাগী হিসেবে ব্যাপক সুনাম রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের। বিভিন্ন সভা-সেমিনারে তার ধর্মীয় আলোচনা ও পবিত্র কোরআনের মনোমুগ্ধকর তিলাওয়াত বিশ্বের অসংখ্য মানুষের মন ছুঁয়েছে।
[৬] ভিডিওতে একজন মন্তব্য করেছেন, প্রেসিডেন্টের কোরআন খতমে আমি সীমাহীন আনন্দ অনুভব করছি, আসলে মুসলিম উম্মাহর জন্য এমন একজন মানুষেরই নেতৃত্ব প্রয়োজন। আরেকজন লিখেছেন, আগে অনেক সরকারপ্রধানকে রমজানে দিনের বেলায় পানাহার করতে দেখতাম, সেখানে এরদোগান রোজা রেখে অফিস করছেন এবং সেখানেই কোরআন খতম করছেন- এরচেয়ে খুশির খবর আর কি আছে।
[৭] তবে কোরআন তিলাওয়াতের ভিডিও প্রকাশ করায় এরদোগানের ওপর চটেছেন অনেকেই। কেউ কেউ মন্তব্য করে বলেছেন, এটা দেখানোর জিনিস নয়। এটা ধর্ম ব্যবসার একটি বড় কৌশল।