শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্জুন পুরস্কারের জন্য তালিকায় এগিয়ে জসপ্রিত বুমরা

স্পোর্টস ডেস্ক : [২] ভারতের পেসার জসপ্রিত বুমরার নামই পাঠানো হচ্ছে বিসিসিআই-এর তরফে অর্জুন পুরস্কারের জন্য। গত বছরই তার নাম পাঠানো হলেও পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। গত বছর বুমরার দারুণ পারফর্মেন্সের নিরিখেই তাকে বাছা হতে পারে বলে শোনা যাচ্ছে। তার সঙ্গে যোগ হতে পারে ওপেনার শিখর ধাওয়ানের নামও। ২০১৮তে তার নাম পাঠানো হলেও পুরস্কার পাননি। বিসিসিআই সূত্র পিটিআইকে জানিয়েছেন, গত বছর আমরা তিনটি নাম পাঠিয়েছিলাম। তার মধ্যে ছিল বুমরা, জাদেজা ও মহম্মদ শামি।

[৩] বুমরা বাদ পড়ে গিয়েছিলেন, কারণ তার আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র দু'বছরই হয়েছিল। এবং এই বিভাগে মনোনয়ন পাঠানোর জন্য কম করে তিন বছর সর্বোচ্চ পর্যায়ে অংশ নিতে হয়।

[৪] সূত্র আরও জানিয়েছেন, বুমরা গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটে তিন বছর সম্পূর্ণ করেছে, কিন্তু গত বছর জাদেজা পুরস্কার পেয়েছিল যে সিনিয়র এবং অনেক বছর ধরে টানা ভালো খেলছে।

[৫] ২৬ বছরের এই ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ১৪ টেস্টে ৬৮ উইকেট, ৬৪টি একদিনের ম্যাচে ১০৪টি উইকেট এবং ৫০টি টি২০তে ৫৯টি উইকেট। -পিটিআই

[৬] সূত্র জানিয়েছেন, ওই সব থেকে যোগ্য। ও আইসিসির ওডিআই র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার। তিনি একমাত্র এশিয়ান বোলার যিনি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজে পাঁচ ইকেট করে নিয়েছিলেন এক ইনিংসে।

[৭] এই বছর দুর্ভাগ্যজনকভাবে পাঠানো যাচ্ছে না মহম্মদ শামির নাম, কারণ তার বিরুদ্ধে পুলিশি মামলা রয়েছে। বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা ও রবীন্দ্র জাডেজা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন অর্জুন। সিনিয়রদের মধ্য এই দলের বাকি রয়েছেন শিখর ধাওয়ান। যিনি চোটের জন্য গত বছরটা অনেকটা সময়ই বাইরে কাটিয়েছেন।

[৮] তবে এবার ধাওয়ানকেও রাখা হবে বলেই শোনা যাচ্ছে। সেক্ষেত্রে আবার সিনিয়র হওয়ার জন্য বুমরাকে পিছনে ফেলে দিতে পারেন তিনি। ২০১৮তে তার নাম পাঠানো হলেও শুধু স্মৃতি মন্ধনাই পেয়েছিলেন। -এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়