শিরোনাম
◈ পাখির চোখ ভোট, ধর্মনিরপেক্ষ বহুত্বে জোর বিএনপি'র ◈ জলবায়ু সংকটে অস্তিত্বের সীমানায় দক্ষিণ এশিয়া—অসহযোগ নয়, বাঁচাতে হলে এখনই আঞ্চলিক ঐক্য ও যৌথ অভিযোজন জরুরি ◈ বিদেশি মিডিয়া যা বলছে ভারতীয় হাইকমিশনারকে তলব করা নিয়ে ◈ ১৪ মাসে গ্রেপ্তার ফ্যাসিস্টের ৫৬,১৮৭ দোসর, ৭০ ভাগই জামিনে মুক্ত! ◈ অ‌নেক ক‌ষ্টে পরাজয় এড়ালো বায়ার্ন মিউ‌নিখ ◈ ওসমান হাদি হত্যাচেষ্টা: ফয়সাল ও আলমগীর গুয়াহাটিতে, ভারতীয় সিম ব্যবহারের নতুন তথ্য প্রকাশ করলেন সাংবাদিক সায়ের ◈ দে‌শের ঐতিহাসিক রেওয়াজ বিজয় দিবসের কুচকাওয়াজ পরপর দুই বছর কেনো বন্ধ করলো অন্তর্বর্তী সরকার? ◈ তানজিম সাকিব আইপিএলে দল পেলেন ৭৫ লাখ রুপিতে! ◈ ওসমান হাদিকে গু‌লি ক‌রে হত‌্যা চেষ্টায় পল্টন থানায় মামলা ◈ পা‌কিস্তান সুপার লিগ শুরু ২৬ মার্চ, ফাইনাল ৩ মে

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ব্যাপক বেকারত্বে রেকর্ড প্যাকেজ নিউজিল্যান্ডের

মুসা আহমেদ: [২] করোনায় অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে ওঠতে রেকর্ড পরিমাণ প্যাকেজ ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার উন্মোচিত এ প্যাকেজের মূল্য দাঁড়ায় ৫০ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার। রয়টার্স

[৩] প্রতিবেদনে বলা হয়, করোনায় ডাকা লকডাউনে থমকে গেছে দেশটির অর্থনীতি। বন্ধ রয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। চাকরি হারিয়েছে হাজার হাজার মানুষ। মহামারির কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের ক্ষেত্রে দেশটির সরকার ঘোষিত এ প্রণোদনা প্যাকেজ যথেষ্ট নাও হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

[৪] এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, উন্মোচিত এ প্রণোদনায় চাকরি হারানোদের প্রাধান্য দেয়া হয়েছে। সেই কারণে আমরা এই প্রণোদনাকে ‘জবস বাজেট’ হিসেবে আখ্যা দিয়েছি। আগামী চার বছরের পূর্ভাবাসকে সামনে রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছ। এর আগে নিউজিল্যান্ড সরকার কখনও এক বাজেটে এত অর্থব্যয় ধার্য করেনি।

[৫] প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানের ৪ শতাংশ বেকারেরর সঙ্গে এ বছর জুনের মধ্যে নতুন করে যুক্ত হচ্ছে ৬ শতাংশ। ফলে সামনের বছরগুলোর দিকে চিন্তা করেই বড় অঙ্কের এ প্রণোদনা ঘোষণা করা হয়েছে। করোনা মহামারির কারণে চলতি বছরের এপ্রিলে রেকর্ড পরিমাণ কর্মহীন হয়ে পড়েছে দেশটিতে। সরকারি এক প্রতিবেদনে এ বেকার সংখ্যা দাঁড়ায় ৬ লাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়