শিরোনাম
◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ব্যাপক বেকারত্বে রেকর্ড প্যাকেজ নিউজিল্যান্ডের

মুসা আহমেদ: [২] করোনায় অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে ওঠতে রেকর্ড পরিমাণ প্যাকেজ ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার উন্মোচিত এ প্যাকেজের মূল্য দাঁড়ায় ৫০ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার। রয়টার্স

[৩] প্রতিবেদনে বলা হয়, করোনায় ডাকা লকডাউনে থমকে গেছে দেশটির অর্থনীতি। বন্ধ রয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। চাকরি হারিয়েছে হাজার হাজার মানুষ। মহামারির কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের ক্ষেত্রে দেশটির সরকার ঘোষিত এ প্রণোদনা প্যাকেজ যথেষ্ট নাও হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

[৪] এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, উন্মোচিত এ প্রণোদনায় চাকরি হারানোদের প্রাধান্য দেয়া হয়েছে। সেই কারণে আমরা এই প্রণোদনাকে ‘জবস বাজেট’ হিসেবে আখ্যা দিয়েছি। আগামী চার বছরের পূর্ভাবাসকে সামনে রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছ। এর আগে নিউজিল্যান্ড সরকার কখনও এক বাজেটে এত অর্থব্যয় ধার্য করেনি।

[৫] প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানের ৪ শতাংশ বেকারেরর সঙ্গে এ বছর জুনের মধ্যে নতুন করে যুক্ত হচ্ছে ৬ শতাংশ। ফলে সামনের বছরগুলোর দিকে চিন্তা করেই বড় অঙ্কের এ প্রণোদনা ঘোষণা করা হয়েছে। করোনা মহামারির কারণে চলতি বছরের এপ্রিলে রেকর্ড পরিমাণ কর্মহীন হয়ে পড়েছে দেশটিতে। সরকারি এক প্রতিবেদনে এ বেকার সংখ্যা দাঁড়ায় ৬ লাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়