শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ব্যাপক বেকারত্বে রেকর্ড প্যাকেজ নিউজিল্যান্ডের

মুসা আহমেদ: [২] করোনায় অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে ওঠতে রেকর্ড পরিমাণ প্যাকেজ ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার উন্মোচিত এ প্যাকেজের মূল্য দাঁড়ায় ৫০ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার। রয়টার্স

[৩] প্রতিবেদনে বলা হয়, করোনায় ডাকা লকডাউনে থমকে গেছে দেশটির অর্থনীতি। বন্ধ রয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। চাকরি হারিয়েছে হাজার হাজার মানুষ। মহামারির কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের ক্ষেত্রে দেশটির সরকার ঘোষিত এ প্রণোদনা প্যাকেজ যথেষ্ট নাও হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

[৪] এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, উন্মোচিত এ প্রণোদনায় চাকরি হারানোদের প্রাধান্য দেয়া হয়েছে। সেই কারণে আমরা এই প্রণোদনাকে ‘জবস বাজেট’ হিসেবে আখ্যা দিয়েছি। আগামী চার বছরের পূর্ভাবাসকে সামনে রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছ। এর আগে নিউজিল্যান্ড সরকার কখনও এক বাজেটে এত অর্থব্যয় ধার্য করেনি।

[৫] প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানের ৪ শতাংশ বেকারেরর সঙ্গে এ বছর জুনের মধ্যে নতুন করে যুক্ত হচ্ছে ৬ শতাংশ। ফলে সামনের বছরগুলোর দিকে চিন্তা করেই বড় অঙ্কের এ প্রণোদনা ঘোষণা করা হয়েছে। করোনা মহামারির কারণে চলতি বছরের এপ্রিলে রেকর্ড পরিমাণ কর্মহীন হয়ে পড়েছে দেশটিতে। সরকারি এক প্রতিবেদনে এ বেকার সংখ্যা দাঁড়ায় ৬ লাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়