শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০১:০৫ রাত
আপডেট : ১২ মে, ২০২০, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে পিকআপের ধাক্কায় ৬ বছরের শিশু নিহত, মা ভাইসহ আহত-৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : [২] বগুড়ার আদমদীঘির চাঁপাপুর চৌমুহনি সড়কে পিকআপ গাড়ীর ধাক্কায় গুরুত্বর আহত বাশির (৬) নামের এক শিশু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

[৩] সোমবার দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটলে বিকেলে তিনি মারা যায়। এ ঘটনায় নিহতের মা ভাই ও বোনসহ ৪জন আহত হয়েছে। নিহত বাশির উপজেলার কুন্দগ্রাম ইউপির কুশাবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে।

[৪] জানা যায়, গতকাল সোমবার দুপুরে উপজেলার কুশাবাড়ি গ্রামের মজিবর রহমানের স্ত্রী পারুল বেগম তার বড় ছেলে কুদ্দুছ মেয়ে ও শিশুপুত্র বাশিরসহ একটি অটোরিক্সা যোগে বাড়ি থেকে চাঁপাপুর বাজারে যাচ্ছিল। অটোরিক্সাটি চাঁপাপুর-চৌমুহনি সড়কের ফুলবাগিচা ইট ভাটার নিকট বিপরীত দিক থেকে আসা রংপুর-ণ-১১-০০৫৮ নম্বর একটি পিকআপ গাড়ীর চালক নিয়ন্ত্রন হারিয়ে অকোরিক্সাকে ধাক্কা দিলে রিক্সার সকল যাত্রী গুরুত্বর আহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশু বাশির মারা যায়।

[৫] আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়