শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০১:০৫ রাত
আপডেট : ১২ মে, ২০২০, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে পিকআপের ধাক্কায় ৬ বছরের শিশু নিহত, মা ভাইসহ আহত-৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : [২] বগুড়ার আদমদীঘির চাঁপাপুর চৌমুহনি সড়কে পিকআপ গাড়ীর ধাক্কায় গুরুত্বর আহত বাশির (৬) নামের এক শিশু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

[৩] সোমবার দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটলে বিকেলে তিনি মারা যায়। এ ঘটনায় নিহতের মা ভাই ও বোনসহ ৪জন আহত হয়েছে। নিহত বাশির উপজেলার কুন্দগ্রাম ইউপির কুশাবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে।

[৪] জানা যায়, গতকাল সোমবার দুপুরে উপজেলার কুশাবাড়ি গ্রামের মজিবর রহমানের স্ত্রী পারুল বেগম তার বড় ছেলে কুদ্দুছ মেয়ে ও শিশুপুত্র বাশিরসহ একটি অটোরিক্সা যোগে বাড়ি থেকে চাঁপাপুর বাজারে যাচ্ছিল। অটোরিক্সাটি চাঁপাপুর-চৌমুহনি সড়কের ফুলবাগিচা ইট ভাটার নিকট বিপরীত দিক থেকে আসা রংপুর-ণ-১১-০০৫৮ নম্বর একটি পিকআপ গাড়ীর চালক নিয়ন্ত্রন হারিয়ে অকোরিক্সাকে ধাক্কা দিলে রিক্সার সকল যাত্রী গুরুত্বর আহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশু বাশির মারা যায়।

[৫] আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়