শিরোনাম
◈ ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্যে বিএনসিসি সম্প্রসারণের পরিকল্পনা ◈ আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের ◈ প্রশাসনের ৬ কর্মকর্তা পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ◈ যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচনে নেই: জামায়াত আমির (ভিডিও) ◈ রাজনৈতিক দলগুলোর সাথে বৃহস্পতিবার থেকে ইসির সংলাপ শুরু ◈ ১২ রান কর‌তে গি‌য়ে ৮ রানেই শেষ ৫ উইকেট ◈ দেশের ব্যাংক খাত মাঝারি আকারের ঝুঁকিতে: বাংলাদেশ ব্যাংক  ◈ নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : ফখরুল ◈ 'সুযোগ' পেলে বিএনপি বা জামায়াতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি ◈ ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রক্তক্ষয়ী দ্বন্দ্ব, হত্যার পেছনে আন্ডারওয়ার্ল্ড ডন ইমনের নাম উঠে এসেছে

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৮:২২ সকাল
আপডেট : ০৩ মে, ২০২০, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবিশ্বাস্য ঘটনাঃ নবজাতককে বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ, তোলপাড় গাজীপুর (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : [২] সন্তানকে ২৫ হাজার টাকায় বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করেছেন এক মা-বাবা। শুক্রবার গাজীপুরের কোনাবাড়ি সেন্টাল হাসপাতালে এ ঘটনা ঘটে। এই খবর ছড়িয়ে পড়লে পুলিশ সেই নবজাতককে উদ্ধার করে মা–বাবার কোলে ফিরিয়ে দেয়।

[৩]নবজাতকের বাবা মো. শরিফ হোসেন বলেন, তিনি স্ত্রী কেয়া খাতুনকে নিয়ে কাশিমপুর কারাগারের দক্ষিণ পাশে এনায়েতপুর এলাকায় ভাড়া থাকেন। তারা পোশাক কারখানায় চাকরি করেন। পুলিশ খবর পেয়ে তাদের সন্তানকে কোলে ফিরিয়ে দিয়েছে।

[৪]গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাকার অভাবে হাসপাতালের বিল পরিশোধ করতে পারছিলেন না ওই দম্পতি। পরে তারা বাধ্য হয়ে সন্তানকে ২৫ হাজার টাকায় বিক্রি করে দেন। সেই টাকা দিয়ে হাসপাতালের বিল পরিশোধ করেন। যাদের কাছে নবজাতককে বিক্রি করা হয়েছিল, তাদের টাকা ফেরত দেয়া হয়েছে। নবজাতককে মা–বাবার কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

[৫]এলাকাবাসী জানান, গাজীপুরের এনায়েতপুর এলাকার বাসিন্দা শরিফ হোসেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী কেয়া খাতুনকে গত ২১ এপ্রিল কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করেন। অস্ত্রোপচারে ছেলেসন্তান হয়। প্রায় ১১ দিন হাসপাতালে ভর্তি রাখে কর্তৃপক্ষ। এতে তাদের মোট বিল আসে ৪২ হাজার টাকা। বিল দিতে না পারায় তাদের হাসপাতাল থেকে বের হতে দেয়া হয়নি। পরে বাধ্য হয়ে তারা নবজাতক সন্তানকে ২৫ হাজার টাকায় বিক্রি করে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়