জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তাবাহিনীর (আরএনবি) সদস্যকে পিটিয়ে জখম করার ঘটনায় জড়িত সাখাওয়াত হোসেন শান্ত নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে নগরীর একটি ক্লিনিকে চাকরি করে বলে জানা গেছে।
[৩] শুক্রবার (১ মে) খুলশীর অ্যাক্সিয়েন কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজ ভুইয়া।
[৪] ওসি জানান, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে পাহাড়তলী স্টেশনে আড্ডা দিতে নিষেধ করেন স্টেশনের দায়িত্বরত সিপাহী মো. হাফিজুর রহমান। এসময় দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এ ঘটনায় মামলা দায়ের করার পর ভিডিও ফুটেজ দেখে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করা হয়।
[৫] হামলায় জড়িত আসামি অ্যাক্সিয়েন কলোনির বাসিন্দা বেলায়েত হোসেনের ছেলে। আসামি শান্ত হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি মো. মোস্তাফিজ। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার