শিশির আলম : [২] সিরাজগঞ্জের সলঙ্গায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাঁচলিয়া নামক স্থানে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে ৩ হাজার ২৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
[৩] র্যাব-১২ এর মিডিয়া অফিসার এম এম এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীগামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ওই ইয়াবা উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মুল্য প্রায় ১০ লাখ টাকা। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এবং আটককৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।