শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০১ মে, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ০১ মে, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লা সীমান্তে ইয়াবাসহ সাড়ে ১২ লাখ টাকার মাদক জব্দ

লালমাই প্রতিনিধি : [২] কুমিল্লার আদর্শ সদর, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম সীমান্ত এলকায় অভিযান চালিয়ে তিন হাজার ৫১৫ পিস ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল এবং বিভিন্ন ব্যান্ডের ১২ লাখ ৫১ হাজার ৭০০ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।

[৩] এসময় পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। দুই সেবনকারিকে ৭ এবং ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

[৪] বৃহস্পতিবার(৩০ এপ্রিল) কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি’র অতিরিক্ত পরিচালক অধিনায়ক আব্দুল্লাহ আল ফারুকী এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

[৫] বিজিবি জানান, আমানগন্ডা বিওপির টহলদল অভিযান পরিচালনা করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত মেইন পিলার ২১০৬ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তর ‘আমানগন্ডা ক্লাব’ নামক স্থান হতে তিন কেজি গাঁজা, বাংলাদেশী নগদ ৬ হাজার ৫’শ টাকা এবং একটি মোটর সাইকেলসহ মো. রুবেল হোসেন (২২) নামে এক জন মাদক চোরাকারবারীকে আটক করা হয়।

[৬] রুবেল চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের মোঃ আবুল কালামের ছেলে। আটক করে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

[৭] অপর দিকে শাহপুর পোষ্টের টহলদল অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলার সীমান্ত পিলার ২০৮৪/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “শাহপুর” নামক স্থান হতে এক বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক সেবনকারীকে আটক করা হয়। আটক মোঃ ইব্রাহীম (২০) জেলার বরুড়া উপজেলার মৃত জাহের আলীর ছেলে।

[৮] এছাড়াও বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৯৬ বোতল ফেন্সিডিল, ৫ বোতল মদ, এক কেজি গাঁজা এবং ৩হাজার৫১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত এইসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ ৫১ হাজার ৭০০ টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
সম্পদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়