রেজাউল রয়েল : [২] শনিবার সকালে তারা কৃষক আঃ মালেকের ক্ষেতের ধান কেটে সহযোগিতা করেন। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান এতে নেতৃত্ব দেন।
[৩] নির্মল রঞ্জন গুহ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সারা বাংলাদেশে যার যার অবস্থানে থেকে কাজ করে যাচ্ছি। সারাদেশের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি কৃষকদের পাশে থাকতে।
[৪] ধান কাটা শেষে নেতৃবৃন্দ দরিদ্র ও কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
[৫] এ সময় উপন্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আশিষ মজুমদার, নাফিউল করিম নাফা, কৃষিবিদ মাহবুব, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছানেবক লীগর সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক সিকদার নিসাদ, যুগ্ম সাধারন সম্পাদক সালাউদ্দিন অনু, মোঃ আক্তার, জাহিদুল, অভিসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব