শিরোনাম
◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচন উপলক্ষে তিন দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি ◈ গণভোট ও নির্বাচন: সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন ◈ ভাবটা এমন আওয়ামী লীগকে সরানো হয়েছে বিএনপিকেও তাড়ানো হবে, বিএনপি বানের জলে ভেসে আসেনি : মির্জা আব্বাস  ◈ বিএনপি যদি ওতোই খারাপ হয়, তাদের ২জন কেন পদত্যাগ করে চলে আসেননি : তারেক রহমান (ভিডিও) ◈ আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের সুখবর ◈ নির্বাচনে দায়িত্ব পালনকারীরা গণভোটের পক্ষে-বিপক্ষে যাবেন না: ইসি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে একজনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : [২] বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জে এ কাল বৈশাখী ঝড় বয়ে যায়। হাজারো গাছ উপড়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘববাড়ি ভেঙ্গে পড়েছে। গাছ পড়ে মনির বকত নামে এক চৌকিদার নিহত হয়েছেন। পল্লী বিদ্যুত লাইনেও ক্ষতিগ্রস্ত হয়েছে।

[৩] জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জে উপর দিয়ে ২০ মিনিট স্থায়ী প্রচন্ড কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে গাওশিয়া স মিলের চৌকিদার মনির বকত (৫০) পাশ্ববর্তী একটি টং দোকানে বসা অবস্থায় রাস্তার বিশাল গাছ টং দোকানে উপর পড়লে গাছের চাপায় নিহত হন। অপর দিকে ঝড়ে পৌরসভার কুমড়াকাপন,ভানুগাছ বাজারজার, বড়গাছ চন্ডীপুরসহ বিভিন্ন ওয়ার্ডে অধর্শতাধিক পাকা আধা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। ভানুগাছ বাজারে বিভিন্ন দোকানের টিন উড়িয়ে নিয়ে গেছে। পৌরসভার অবস্থিত ৬মাস আগে নিমির্ত মকবুল আলী উচ্চ বিদ্যালয় লন্ডভন্ড হয়েছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে বলে পৌরসভার মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুয়েল আহমেদ দাবি করেন।

[৪] কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে ৫০টি মতো ঘর ভাঙার খরব পেয়েছি। কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ঝড়ের সংবাদ পেয়েছি। সংশ্লিষ্ট চেয়ারম্যানদের ক্ষয়ক্ষতির তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

[৫] কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, কমলগঞ্জে ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির সংবাদ এসেছে। পুরো ক্ষতির হিসেব আসার পর বোঝা যাবে ক্ষয়ক্ষতির কি পরিমান হয়েছে। পরে সরকারের কাছে জানানো হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়