শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবের প্রিন্স সালমান ৩০০ মিলিয়ন পাউন্ডে ইংলিশ ক্লাব নিউক্যাসল কিনছেন!

এল আর বাদল : [২] ইংল্যান্ডের ফুটবল ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের ভাগ্য বদলে যাচ্ছে মালিকানা পরিবর্তনের মধ্য দিয়ে। ক্লাবটির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের প্রিন্স সালমান। তবে সরাসরি কেনার সুযোগ নেই। নিলামে অংশ নিতে হচ্ছে সালমানকে। যার ভিত্তিমূল্য হতে পারে ৩০০ মিলিয়ন পাউন্ড। আর এ গুঞ্জন সত্য হলে গ্রিজম্যান-এমবাপ্পের মতো তারকা ফুটবলারদের দলে ভেড়ানোর জোর চেষ্টা চালাবে ম্যাগপাইরা।

[৩] নিউক্যাসল ইউনাইটেডকে এ প্রজন্মের ফুটবল ভক্তরা ইংলিশ লিগের প্রতিযোগিতায় সংগ্রাম করতেই দেখেছে। ইপিএলে একবারও সেরার মুকুট মাথায় ওঠেনি ম্যাগপাইদের। -আরব নিউজ

[৪] ১২৮ বছরের ইতিহাসে এই ক্লাবটির কিছু সাফল্য যে নেই, তা নয়। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ চালুর ৬৫ বছর আগে শেষবারের মতো প্রথম বিভাগ ফুটবলের শিরোপা জিতেছিল তারা। এফএ কাপের সবশেষ ট্রফি জয়টাও সেই ১৯৫৪-৫৫ মৌসুমে।

[৫] এতোগুলা বছর সমর্থকদের সঙ্গী হয়েছে শুধুই হতাশা। সেইন্ট জেমস পার্ক থেকে ভক্তরা ঘরে ফিরেছে দীর্ঘশ্বাস ফেলেই। টাইন নদীর পাড়ে এখন ফুটবল অন্তঃপ্রাণ এসব মানুষের ধৈর্য্যরে বাধ ভাঙার উপক্রম। তারা কাঠগড়ায় দাঁড় করিয়েছে ক্লাবের মালিক মাইক অ্যাশলেকে। ব্রিটিশ ধনকুবের নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে আছেন ২০০৭ সাল থেকে। এই ১৩ বছরে দু'বার ইপিএল থেকে অবনমিত হয়েছে ম্যাগপাইরা। এবার তাই পালাবদলের দাবি উঠেছে সব মহল থেকেই।

[৬] গুঞ্জন সত্যি হলে ক্লাবের চেয়ারম্যান করা হবে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর এবং সৌদি আরামকো ও উবারসহ স্বনামধন্য কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা ইয়াসির আল রুমায়য়ানকে। স্টিভ ব্রুসকে সরিয়ে নতুন কোচ হিসেবে আনা হতে পারে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি, মৌরিসিও পচেত্তিনো কিংবা রাফা বেনিতেজের মতো হাইপ্রোফাইল কাউকে। খেলোয়াড় তালিকাতেও যোগ হবে বড় তারকাদের নাম। এরইমধ্যে গুঞ্জন উঠেছে, ফ্রান্সের বিশ্বকাপজয়ী দুই ফরোয়ার্ড আতোয়াঁ গ্রিজম্যান আর কিলিয়ান এমবাপ্পে আছেন তাদের টার্গেটে। -ডেইলি মিরর

  • সর্বশেষ
  • জনপ্রিয়