শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৮:৪২ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের রাজনগরে করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু, পুরো গ্রাম লকডাউন

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : [২] মৌলভীবাজার জেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যবসায়ীর বাড়ি রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। গত শনিবার ওই ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন বলে জানান মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌওহিদ আহমদ।

[৩] রোববার রাতে তিনি জানান, মৃত ব্যক্তি ও তার স্ত্রীর নমুনা আমরা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছিলাম এর মধ্যে মৃত ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

[৪] সিভিল সার্জন বলেন, ঢাকা থেকে ওভার টেলিফোনে আমাদের নিশ্চিত করা হয়েছে যে, রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন। ফলে মৌলভীবাজার জেলায় এটিই প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি পজিটিভি সনাক্ত হয়েছে।

[৫] জানা যায়, গত শনিবার (৪ এপ্রিল) রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে ওই ব্যক্তি মারা যান। তার বাড়ির পাশেই দোকান ছিল। তিনি সেখান থেকে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

[৬] সিভিল সার্জন ডা. তৌওহিদ আহমদ জানান, সেখানে ৬১ জনকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা আছে। ‘লকডাউন’ এর বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করা হয়েছে।

[৭] রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিম বলেন, মৃত ব্যক্তিটির করোনা পজেটিভ আসায় পুরো আকুয়া গ্রামটি ‘লকডাউন’ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়