শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৮:৪২ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের রাজনগরে করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু, পুরো গ্রাম লকডাউন

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : [২] মৌলভীবাজার জেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যবসায়ীর বাড়ি রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। গত শনিবার ওই ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন বলে জানান মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌওহিদ আহমদ।

[৩] রোববার রাতে তিনি জানান, মৃত ব্যক্তি ও তার স্ত্রীর নমুনা আমরা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছিলাম এর মধ্যে মৃত ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

[৪] সিভিল সার্জন বলেন, ঢাকা থেকে ওভার টেলিফোনে আমাদের নিশ্চিত করা হয়েছে যে, রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন। ফলে মৌলভীবাজার জেলায় এটিই প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি পজিটিভি সনাক্ত হয়েছে।

[৫] জানা যায়, গত শনিবার (৪ এপ্রিল) রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে ওই ব্যক্তি মারা যান। তার বাড়ির পাশেই দোকান ছিল। তিনি সেখান থেকে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

[৬] সিভিল সার্জন ডা. তৌওহিদ আহমদ জানান, সেখানে ৬১ জনকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা আছে। ‘লকডাউন’ এর বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করা হয়েছে।

[৭] রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিম বলেন, মৃত ব্যক্তিটির করোনা পজেটিভ আসায় পুরো আকুয়া গ্রামটি ‘লকডাউন’ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়