শিরোনাম
◈ অর্ধ বি‌লিয় ডলার ব‌্যয়ে গাজায় বিশাল সেনা-ঘাঁটি তৈ‌রির প‌রিকল্পনা  আ‌মে‌রিকার, হাজার হাজার সেনা পাঠানোর উদ্যোগ ◈ রাতভর সন্ত্রাসী‌দের তাণ্ডব, বৃহস্প‌তিবার লকডাউন রুখে দি‌তে প্রস্তুত পুলিশ, কী করবে আওয়ামী লীগ?  ◈ আওয়ামী লীগকে নিয়ে রাজনীতিতে ফের অস্থিরতা ◈ বাজি কেলেঙ্কারিতে তুর‌স্কে ১ হাজার ২৪ ফুটবলার নিষিদ্ধ ◈ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকা‌পে উগান্ডার ইতিহাস  ◈ ঢাকা-সহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড, ইনিংস শেষ ২৮৬ রানে ◈ ঢাকায় শীতের আগমন, তাপমাত্রা নেমে ২০ ডিগ্রি সেলসিয়াসে ◈ বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলেও নিষেধাজ্ঞার ভয় নেই: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ভারতের বিকল্প খুঁজে পেল বাংলাদেশ, পেঁয়াজ আমদানির নতুন ভরসা পাকিস্তান

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে থাকা বিশ্ববাসীর জন্য ক্রিকেটের দুলর্ভ কিছু ভিডিও সম্প্রচারের উদ্যোগ নিয়েছে আইসিসি

স্পোর্টস ডেস্ক : [২] সমগ্র বিশ্ব থমকে গেছে করোনাভাইরাসের প্রকোপে। ভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ ঘরে বন্দী জীবনযাপন করছে। নেই কোনো খেলাধুলাও। মানুষে ক্রমেই একঘেয়েমি হয়ে যাচ্ছে। এই একঘেয়েমি দূর করতেই দারুণ এই পদক্ষেপ নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

[৩] বৃহস্পতিবার আইসিসি তাদের নিজস্ব আর্কাইভে থাকা দুর্লভ সব ম্যাচ ফুটেজ ব্রডকাস্টিং পার্টনারদের কাছে উন্মুক্ত করে দিয়েছে। ক্রিকেট বিশ্বে গত ৪৫ বছরের মধ্যে ঘটে যাওয়া নানা স্মরণীয় ঘটনা এবং মুহূর্তের ছবি থাকছে এখানে।

[৪] একই সঙ্গে ক্রিকেটের হাইলাইটস এবং আইসিসির তৈরিকৃত ফিল্মও দেখার সুযোগ থাকছে ক্রিকেট প্রেমীদের। আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি এরই মধ্যে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। সোহনি বলেন, ক্রীড়াঙ্গন বর্তমানে অস্থির একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে আগের চেয়ে বেশি সম্পৃক্ত থাকতে হবে আমাদের। আমরা মনে করি আমাদের পরবর্তী সেরা সিদ্ধান্ত হচ্ছে ব্রডকাস্ট পার্টনারদের কাছে আর্কাইভ উন্মুক্ত করে দেয়া যেন ক্রিকেটপ্রেমীরা অসামান্য কিছু মুহূর্ত উপভোগ করতে পারে।

[৫] ব্রডকাস্টারদের কাছে উন্মুক্ত করে দেয়া আইসিসির এই আর্কাইভে থাকবে ২০০৪, ২০০৬, ২০০৯ এবং ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো। একই সঙ্গে ২০০৭ থেকে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোও থাকবে এখানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়