শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে থাকা বিশ্ববাসীর জন্য ক্রিকেটের দুলর্ভ কিছু ভিডিও সম্প্রচারের উদ্যোগ নিয়েছে আইসিসি

স্পোর্টস ডেস্ক : [২] সমগ্র বিশ্ব থমকে গেছে করোনাভাইরাসের প্রকোপে। ভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ ঘরে বন্দী জীবনযাপন করছে। নেই কোনো খেলাধুলাও। মানুষে ক্রমেই একঘেয়েমি হয়ে যাচ্ছে। এই একঘেয়েমি দূর করতেই দারুণ এই পদক্ষেপ নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

[৩] বৃহস্পতিবার আইসিসি তাদের নিজস্ব আর্কাইভে থাকা দুর্লভ সব ম্যাচ ফুটেজ ব্রডকাস্টিং পার্টনারদের কাছে উন্মুক্ত করে দিয়েছে। ক্রিকেট বিশ্বে গত ৪৫ বছরের মধ্যে ঘটে যাওয়া নানা স্মরণীয় ঘটনা এবং মুহূর্তের ছবি থাকছে এখানে।

[৪] একই সঙ্গে ক্রিকেটের হাইলাইটস এবং আইসিসির তৈরিকৃত ফিল্মও দেখার সুযোগ থাকছে ক্রিকেট প্রেমীদের। আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি এরই মধ্যে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। সোহনি বলেন, ক্রীড়াঙ্গন বর্তমানে অস্থির একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে আগের চেয়ে বেশি সম্পৃক্ত থাকতে হবে আমাদের। আমরা মনে করি আমাদের পরবর্তী সেরা সিদ্ধান্ত হচ্ছে ব্রডকাস্ট পার্টনারদের কাছে আর্কাইভ উন্মুক্ত করে দেয়া যেন ক্রিকেটপ্রেমীরা অসামান্য কিছু মুহূর্ত উপভোগ করতে পারে।

[৫] ব্রডকাস্টারদের কাছে উন্মুক্ত করে দেয়া আইসিসির এই আর্কাইভে থাকবে ২০০৪, ২০০৬, ২০০৯ এবং ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো। একই সঙ্গে ২০০৭ থেকে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোও থাকবে এখানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়