আনিস তপন ও মহসীন কবির : [২] স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার বেলা দেড়টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ইতোমধ্যে মুক্তির প্রক্রিয়ায় স্বাক্ষর সম্পন্ন হয়েছে । খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দরের আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি ৬ মাস থাকবেন ছোট ভাইয়ের জিম্মায়।
[৩] এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক সংবাদ ব্রিফিংয়ে জানান, সাজা ছয় মাসের জন্য স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ-সংক্রান্ত সুপারিশ করে আইন মন্ত্রণালয় থেকে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
[৪] খালেদাকে মুক্তির সঙ্গে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে, এ ছয় মাসে খালেদা জিয়া নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন, তিনি বিদেশে যেতে পারবেন না, অন্য হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন না।