শিরোনাম
◈ জেট ফুয়েলের দাম আরও বাড়ল, বিমান ভাড়া কি বাড়বে? ◈ আ.লীগের বড় পরিকল্পনা ফাঁস, গ্রেপ্তার ২৫ ◈ ১৮ নভেম্বর ‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধন ◈ বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মৃত্যু ◈ আমন মৌসুমে ধান ও আতপ চাল কিনবে সরকার, নতুন দাম নির্ধারণ ◈ আট দিনেই ৭৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ১৪ দশমিক ৭০ শতাংশ ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর ◈ আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, বৈজ্ঞানিক পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ ◈ আগের মতোই মাঠে থাকছেন সেনাবাহিনীর সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ (ভিডিও)

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ভারত থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা পরিবার হোম কোয়ারেন্টাইনে

ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি: [২] অবৈধভাবে ভারত থেকে পালিয়ে আসা কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা শরনার্থী শিবিরে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা পরিবারকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে।সোমবার দুপুরে হ্নীলা ইউপি লেদা রোহিঙ্গা শরনার্থী শিবির থেকে দুই শিশুসহ চারজনের পরিবারটিকে হোম কোয়ারেন্টাইন নেওয়া হয়।

[৩] এরা সবাই লেদা জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) হাসপাতালে রয়েছে।একই পরিবারের সদস্যরা হলেন,মো.সাদেক (২৫),সাদেকের স্ত্রী হোসনে আরা (২৩), মেয়ে সাজেদা(১০ মাস)ও ছেলে পারভেজ (৩)।

[৪] ক্যাম্পে বসবাসরত কয়েকজন রোহিঙ্গা ব্যক্তি জানান, খুলনা সীমান্ত দিয়ে বাংলাদেশ পার হয়ে সড়কপথে লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪নম্বর ইব্লকের বাসিন্দা মোস্তাক আহম্মেদ এর বাসায় আসে সাদেকের পরিবারটি।সোমবার দুপুরে তাদের আসার খবর জানাজানি হলে পরিবারটিকে ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসে নিয়ে আসা হয়।
লেদা রোহিঙ্গা শরনার্থী শিবিরের চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন,ভোরে ভারত থেকে পালিয়ে আসা পরিবারটি হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৫] এ বিষয়টি নিশ্চত করে টেকনাফ নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা শরনার্থী শিবিরের ইনচার্জ (সিআইসি)আব্দুল হান্নান বলেন,তাদেরকে জিজ্ঞেসাবাদে জানা যায় ভারতের হায়দারাবাদ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এই রোহিঙ্গা পরিবারটি।তাদেরকে আইওএমের হোম কোয়ারেন্টাইনে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়