শিরোনাম
◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু ◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতি, বিতর্ক ও ‘নতুন বাংলাদেশ’-এর প্রত্যাশা ◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতার গাড়ি চালকের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবার শরীরে আগুন

মনজুর আহমেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি :[২] নারায়ণগঞ্জে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মাহিনুর বেগম (৩৮) নামের এক গার্মেন্টকর্মীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে আওয়ামীলীগ নেতার গাড়ির চালক নূরুল ইসলাম। রোববার রাত সাড়ে ৭ টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্ত পাইলট স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাহিনুর বাড়ি বরিশালে। সে পাইলট স্কুল এলাকার আলী আহম্মদের বাড়িতে ভাড়াটিয়া এবং মেরিনা গার্মেন্টে চাকরী করে।

[৩] এলাকাবাসীরা জানায়, মাহিনুর বেগম স্বামী পরিত্যক্তা। জীবিকা নির্বাহের জন্য মেরিনা গার্মেন্টে চাকরি নিয়েছে। এদিকে জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেলের গাড়ির চালক নূরুল ইসলাম সেই নারীর প্রতি কু-নজর দেয়। ক্ষমতার প্রভাবে বখাটে লম্পট নারীলোভি নুরুল ইসলাম প্রায় সময় মাহিনুরকে কু-প্রস্তাব দিতো। এতে রাজি হয়নি সে।

[৪] এ ঘটনা জানাজানি হলে, নূর ইসলামের স্ত্রী হাসিনা বেগম মারধরসহ এলাকা ছাড়ার হুমকি দেয় মাহিনুরকে। এ বিষয়ে থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নেয়। অভিযোগের বিষয়টি জানতে পেরে মাহিনুরের পথরোধ করে নুর ইসলাম। কিছু না বলেই বোতল থেকে জ্বালানী তেল মাহিনুরের মাথায় ও শরীরে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মাহিনুর চিৎকার করে মাটিতে গড়াগড়ি করে নিজে বাচার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন মাহিনুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। আর নুরুল ইসলাম পালিয়ে যায়।

[৫] ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নুরুল ইসলাম প্রায় সময় মাহিনুরকে উত্ত্যক্ত করতো এবং কু-প্রস্তাব দিতো। প্রস্তাবে রাজি না হওয়ায় মাহিনুরের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আর এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা নুরুল ইসলামের কথা বলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়