ঝিনাইদহ প্রতিনিধি: [২] এদের মধ্যে বিদেশফেরত রয়েছে ৬৬ জন। এ নিয়ে মোট কোয়ারেন্টিনে রাখা হলো ৫৫৩ জনকে। অন্য দিকে হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় স্বাভাবিকভাবে চলাচল করতে বলা হয়েছে ২১৮ জনকে।
[৩] করোনা ভাইরাস প্রতিরোধে এরই মধ্যে জেলার ২৭টি পশু হাট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পাশাপাশি চায়ের দোকান থেকে শুরু করে সকল দোকান-পাট থেকে টেলিভিশন অপসারণসহ গান-বাজনা বন্ধ রাখার নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়েছে।
[৪] এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সরোজ কুমার নাথ জানান, সকল জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ কারণেই আমরা চায়ের দোকানে টেলিভিশন অপসারণ, গান-বাজনা বাজানো বন্ধ ঘোষণা করা হয়েছে।
[৫] তিনি আরও জানান, শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন দোকান থেকে বেশ কিছু টেলিভিশন অপসারণ করে মালিকদের সতর্ক করা হয়েছে, যেন দোকানে কোনো জন-সমাগম না হয়। এছাড়া পশু হাট বন্ধ করে মাইকিং করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ