শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আধা ঘণ্টার মধ্যেই ভোট দিতে পারবেন আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন

সমীরণ রায় : [২] ঢাকা ১০ আসনের উপ-নির্বাচনে আঙ্গুলের ছাপ না মেলায় এক ঘণ্টা চেষ্টা করেও ভোট দিতে পারেননি তিনি। তবে নির্বাচন কমিশনকে (ইসি)) জানানো হলে এ সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছেন শফিউল ইসলাম মহিউদ্দিনের নির্বাচনী মিডিয়া সমন্বয়ক মিজানুল ইসলাম মিজু।

[৩] মিজু বলেন, সাধারণত ৫০ বছরের ওপরে কারো বয়স হলে তাদের আঙ্গুলের ছাপ দেয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাছাড়া তিনি আগে রাজধানী ঢাকার উত্তরার ভোটর ছিলেন। একারণেও সমস্যা হতে পারে। তবে নির্বাচন কমিশন ইতোমধ্যে বিষয়টি সমাধান করেছেন। তিনি আধা ঘন্টার মধ্যে ভোট দিতে পারবেন বলে আশা করছি।

[৪] শনিবার দুপুরে এ তথ্য জানান তিনি শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর কলাবাগান লেক সার্কাস গার্লস স্কুলে ভোট দিতে যান তিনি। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে প্রথমে ফিঙ্গার, ন্যাশনাল আইডি নম্বর ও পরে প্রিজাইডিং অফিসারের কোটা দিয়েও ভোট দেওয়া সম্ভব হয়নি তার।

[৬] এ প্রসঙ্গে শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে এমনটি হয়েছে। পরে এসে ভোট দেবো। তবে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হচ্ছে। জনগণ আসছে,ভোট দিচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। করোনা ভাইরাসের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে দিনের অনেকটা সময় এখনও বাকি, ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়