শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন সেনাদের গ্রেপ্তারের হুমকি দিলো ইরাক

সিরাজুল ইসলাম: [২] ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়া ঘাঁটিতে বিমান হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘে দেশটির প্রতিনিধি মোহাম্মদ হোসাইন বাহর আল-উলুম একটি চিঠিতে এ হুমকি দেন। সৌদি গেজেট

[৩] মঙ্গলবার চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিটির একটি কপি বুধবার আল-আরাবিয়ার হাতে আসে।

[৪] চিঠিতে বলা হয়েছে, ইরাকে মিলিশিয়াদের উপর হামলা বন্ধ করতে হবে। তাদের হামলার জন্য সৃষ্ঠ সহিংতায় তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

[৫] ইরাকে পপুলার মোবিলাইজেশন ইউনিট (পিএমইউ) ও কাতাইব হিজবুল্লাহ নামে সক্রিয় রয়েছে মিলিশিয়ারা। তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে মার্কিন সেনারা সংশর্ষে লিপ্ত হচ্ছে।

[৬] গত সপ্তাহে ইরাকে বিদেশি সেনা ঘাঁটিতে রকেট হামলা বেড়েছে। তাজ বিমান ঘাঁটিতে হামলায় তিন বিদেশি সেনা নিহত হয়েছে ১১ মার্চ। একই ঘাঁটিতে ১৪ মার্চ ফের রকেট হামলা হয়। জবাবে গত শুক্রবার বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এতে কমপক্ষে ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়।

[৭] মার্কিন হামলাকে ইরাকের সার্বভৌমের উপর হামলা বলে মনে দেশটির সামরিক বাহিনী।

[৮] ইরাকে ইরানকে প্রতিদ্বন্ধী মনে করে যুক্তরাষ্ট্র। এ কারণে সেখানে মিলিশিয়াদের উপস্থিততি তারা মেনে নিতে পারছে না। সূত্র: আল-আরাবিয়া

[৯] বাহরের এ হুমকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরাকের পার্লামেন্ট মেম্বরা অভিযোগ করেছেন, বাহর ও তার পরিবারের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সূত্র: আরব নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়