শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন সেনাদের গ্রেপ্তারের হুমকি দিলো ইরাক

সিরাজুল ইসলাম: [২] ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়া ঘাঁটিতে বিমান হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘে দেশটির প্রতিনিধি মোহাম্মদ হোসাইন বাহর আল-উলুম একটি চিঠিতে এ হুমকি দেন। সৌদি গেজেট

[৩] মঙ্গলবার চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিটির একটি কপি বুধবার আল-আরাবিয়ার হাতে আসে।

[৪] চিঠিতে বলা হয়েছে, ইরাকে মিলিশিয়াদের উপর হামলা বন্ধ করতে হবে। তাদের হামলার জন্য সৃষ্ঠ সহিংতায় তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

[৫] ইরাকে পপুলার মোবিলাইজেশন ইউনিট (পিএমইউ) ও কাতাইব হিজবুল্লাহ নামে সক্রিয় রয়েছে মিলিশিয়ারা। তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে মার্কিন সেনারা সংশর্ষে লিপ্ত হচ্ছে।

[৬] গত সপ্তাহে ইরাকে বিদেশি সেনা ঘাঁটিতে রকেট হামলা বেড়েছে। তাজ বিমান ঘাঁটিতে হামলায় তিন বিদেশি সেনা নিহত হয়েছে ১১ মার্চ। একই ঘাঁটিতে ১৪ মার্চ ফের রকেট হামলা হয়। জবাবে গত শুক্রবার বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এতে কমপক্ষে ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়।

[৭] মার্কিন হামলাকে ইরাকের সার্বভৌমের উপর হামলা বলে মনে দেশটির সামরিক বাহিনী।

[৮] ইরাকে ইরানকে প্রতিদ্বন্ধী মনে করে যুক্তরাষ্ট্র। এ কারণে সেখানে মিলিশিয়াদের উপস্থিততি তারা মেনে নিতে পারছে না। সূত্র: আল-আরাবিয়া

[৯] বাহরের এ হুমকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরাকের পার্লামেন্ট মেম্বরা অভিযোগ করেছেন, বাহর ও তার পরিবারের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সূত্র: আরব নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়