শিরোনাম
◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু ◈ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহরুল আলম ◈ দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে জি-টু-জি চুক্তি ◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি ◈ গণভোট ও নির্বাচন: সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন ◈ ভাবটা এমন আওয়ামী লীগকে সরানো হয়েছে বিএনপিকেও তাড়ানো হবে, বিএনপি বানের জলে ভেসে আসেনি : মির্জা আব্বাস  ◈ বিএনপি যদি ওতোই খারাপ হয়, তাদের ২জন কেন পদত্যাগ করে চলে আসেননি : তারেক রহমান (ভিডিও) ◈ আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৯ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর-২ আসনে হাড্ডাহাডি লড়াইয়ের সম্ভাবনা, শেষ মুহূর্তে ভোটের অঙ্কে টানটান উত্তেজনা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা উপজেলা) আসনে ভোটের মাঠে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই জয়-পরাজয়ের সমীকরণ নিয়ে এলাকায় বাড়ছে উত্তেজনা ও কৌতূহল। শেষ মুহূর্তের হিসাব-নিকাশে কে এগিয়ে, কে পিছিয়ে—এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

এই আসনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন দশ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী এবং বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। আল্লামা শাহ্ আকরাম আলী ফরিদপুর অঞ্চলের একজন সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান আলেম হিসেবে পরিচিত। অন্যদিকে শামা ওবায়েদ ইসলাম রিংকু বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কন্যা।

স্থানীয় রাজনীতিক ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান খুবই কম হতে পারে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত ফলাফল অনিশ্চিত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে উভয় পক্ষই গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা চলছে।

ভোটারদের সঙ্গে আলাপে উঠে এসেছে এবারের নির্বাচনের প্রধান ইস্যুগুলো। এর মধ্যে রয়েছে মাদক ও চাঁদাবাজি নির্মূল, এলাকার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। অনেক ভোটার এখনো তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি, যা নির্বাচনী ফলাফলকে আরও অনিশ্চিত করে তুলেছে।

সরেজমিনে দেখা গেছে, ভোটারদের একটি বড় অংশ প্রকাশ্যে তাদের পছন্দের প্রার্থীর নাম বলতে অনিচ্ছুক। রাজনৈতিক চাপ কিংবা পরবর্তী সময়ে কোনো ধরনের হয়রানি এড়াতেই তারা নীরবতা অবলম্বন করছেন বলে ধারণা স্থানীয়দের। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ‘নীরব ভোটারদের’ ভোটই শেষ পর্যন্ত ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছি। মাঠে সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি নগরকান্দা-সালথার মানুষ শামা ওবায়েদ ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করবেন।”

অন্যদিকে আল্লামা শাহ্ আকরাম আলীর মুখপাত্র মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, “নগরকান্দা-সালথা উপজেলায় দুর্নীতি, অন্যায় ও জুলুম রুখে দিয়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে দলমত নির্বিশেষে একটি মানবিক নগরকান্দা-সালথা গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে রিকশা মার্কায় একটি নীরব বিপ্লব হবে ইনশাআল্লাহ।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, “নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”

সব মিলিয়ে ফরিদপুর-২ আসনে শেষ হাসি কে হাসবে, তা জানতে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই মনে করছেন স্থানীয় রাজনীতিক ও বিশ্লেষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়