জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৫৫ কেজি গাঁজা ও একটি পিকআপভ্যানসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় র্যাব-১১ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন মাদক ব্যবসায়ী আপন ও করিম। তারা রামগতি উপজেলার বাসিন্দা। অপর আটক পিকআপভ্যান চালক গাজীপুর জেলার বাসিন্দা মাছুম।
র্যাব জানায়, পিকআপভ্যান যোগে চট্টগ্রাম থেকে ভোলার উদ্দেশ্যে পিকআপভ্যান ভর্তি গাঁজা নেওয়ার হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মজুচৌধুরীর হাট ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও পিকআপভ্যান আটক করা হয়। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ঘাট দিয়ে মাদক পাচার করে আসছেন এবং এ পথটি মাদকের ট্রানজিট হিসাবে ব্যবহার করা হচ্ছে।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মো. মুহিত কবির সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের সদর থানা হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।