আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বুধবার সকালে পদ্মা ব্যাংক লিমিটেড ময়মনসিংহ শাখা, শাখার সামনে দূর্গাবাড়ী সড়কে ইঅই কতৃর্ক প্রদত্ত টি-শার্ট পরিহিত অবস্থায় সকাল দশটা থেকে ঘন্টাব্যাপী অবস্থান ও প্লে কার্ড প্রদর্শন করে। এতে ময়মনসিংহ শাখা ব্যবস্থাপক ও ম্যানেজার সেলিমা বেগম এর নেতৃত্বে শাখা প্রাঙ্গণে কেক কেটে মুজিব শতবর্ষ উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অফিসার ও ম্যানেজার অপারেশনস্ মোহাম্মদ মেহেদী হাসান এবং শাখার অন্যান্য কর্মকতা ও কর্মচারীবৃন্দ এবং সম্মানিত গ্রাহকবৃন্দ।