শিরোনাম
◈ পাঠ্যবইয়ে যে পাঁচটি পরিবর্তন আসছে ◈ সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও ডিএমপি কমিশনার গোলাম ফারুককে দেখা গেল কলকাতায় ◈ সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার ◈ ধানমন্ডিতে বাসায় ঢুকে ডাকাতি চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১৩ জনের ৮ জনই শিক্ষার্থী (ভিডিও) ◈ বেসিসের নতুন সভাপতি রাশিদুল হাসান ◈ মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ: রেমিটেন্স শাট ডাউনের হুমকি ◈ সায়মা ওয়াজেদকে নিয়ে আপত্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে জটিলতা তৈরি করবে ? ◈ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো ব্যয়বহুল লিগামেন্ট প্রতিস্থাপন চিকিৎসা ◈ কুমিল্লার আহত জনি ও রাকিব চিকিৎসার অভাবে পঙ্গুতের পথে চাকুরী হারিয়ে চলছে মানবেতর জীবনযাপন ◈ টাঙ্গাইলে পাখির নিরাপত্তা আশ্রয় তৈরিতে গাছে গাছে মাটির হাঁড়ি স্থাপন 

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিয়া যুদ্ধের ৯ বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৪ হাজার, বলছে পর্যবেক্ষণ সংস্থা

মিরাজুল মারুফ : [২] ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় যুদ্ধ শুরু হবার পর হতাহতদের মধ্যে ১লাখ ১৬হাজার বেসামরিক লোক রয়েছে, শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট্স এ তথ্য দিয়েছে। এ যুদ্ধে বিভিন্ন জঙ্গিগোষ্ঠী, জিহাদিগ্রুপ ও বিদেশি ষড়যন্ত্রের কারণে শুরু হলেও তা শেষ হয়নি। ইয়ন নিউজ, কেপিটাল এফএম

[৩] প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাশিয়া, ইরান ও লেবাননের হিজবুল্লাহ্র সাহায্যে যুদ্ধ মোকাবেলা করে দেশটির ৭০ ভাগ এলাকা দখল করতে সক্ষম হন।

[৪] ২০১৭ সালে জাতিসংঘের হিউম্যান রাইট্স প্রধান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি মানবসৃষ্ট সবচেয়ে বাজে একটি বিপর্যয়।

[৫] যুদ্ধটি সিরিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দেয়। এতে ১কোটি ১০লাখ লোক গৃহহীন হয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

[৬] যুদ্ধে এপর্যন্ত ২২হাজার শিশু ও ১৩হাজার নারী মারা গেছে।

[৭] যুক্তরাজ্যভিত্তিক আরেক পর্যবেক্ষণ সংস্থা জানায়, যুদ্ধে এপর্যন্ত সৈন্যবাহিনী, মিএবাহিনী ও মিলিশিয়া মিলে ১লাখ ২৯ হাজার ৪শত ৭৬ জন মারা গেছে নিহতদেরমধ্যে হিযবুল্লার ১৬৯৭জন সদস্য রয়েছে।
[৮] এছাড়াও ৫৭ হাজার বিদ্রোহীর মৃত্যু হয় ও ১৩ হাজার ৬শত ২৪জন কুর্দি গেরিলা নিহত হয় ।

[৯] একই সাথে সিরিয়ার ইদ্লিবে আরও ৬৭ হাজার ২ শত ৯৬ জন আইএস সন্ত্রাসী মারা গেছে।

[১০] যুদ্ধে ৪২১ জন অজ্ঞাত লোকও মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়