শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ১২ মার্চ, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীতে হাতির আক্রমনে মহিলার মৃত্যু

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী প্রতিনিধি: [২] চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকার রিতা বড়ুয়া (৫৫) বয়সী এক মহিলা বন্য হাতির আক্রমনের শিকার হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) বিকালে হাতির আক্রমনে নিহত ওই মহিলা শীলকূপ বড়ুয়া এলাকার রতন বড়ুয়া স্ত্রী। নিহতের ৩ মেয়ে ছেলে রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

[৩] জানা যায়, বাঁশখালী ইকোপার্কে পূর্ব র্পাশ্বে পাহাড়ী এলাকায় প্রতিদিনের ন্যায় শণ কাটতে যায়। বন্য হাতীর পাল ওই পাহাড়ী এলাকায় তার সামনে পড়লে সে প্রাণ বাঁচাতে ওই মহিলা দৌড়ে পাশ্ববর্তী জঙ্গলে ডুকে পড়ে। সেখানে বন্য হাতি তাকে ধাওয়া করে শরীরের বিভিন্ন স্থানে পা ও শুঁড় দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সে প্রান হারায়। বন্য হাতীর আক্রমনে রিতা বড়ুয়ার মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী ওই পাহাড়ী মৃত মহিলার লাশ উদ্ধার করে। বিকালে উদ্ধারকৃত মহিলার লাশটি শীলকূপ ইউনিয়নের বড়ুয়া পাড়া তার নিজ বাড়ীতে নিয়ে আসে এলাকাবাসী।

[৪] এ ব্যাপারে জলদী অভ্যারন্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জান শেখ বলেন, সাতকানিয়া-বাঁশখালী সীমান্তের পাহাড়ী এলাকায় বন্য হাতীর আক্রমনে এক মহিলার মৃত্যুর খবর শুনেছি। এলাকাবাসী ওই মহিলার লাশ উদ্ধার করে তার নিজ বাড়ীতে নিয়ে এসেছে , তদন্ত পূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহন করা হবে বলে তিনি জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়