শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্যামলী থেকে অপহৃত শিশু সাভারে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক : [২] রাজধানীর শ্যামলী থেকে অপহৃত তিন বছরের এক শিশুকে সাভার থেকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-পশ্চিম বিভাগের একটি টিম। গ্রেপ্তারকৃতের নাম, সুবর্না আক্তার (১৮)। ডিএমপি নিউজ

[৩] গোয়েন্দা-পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন ডিএমপি নিউজকে জানান, ৮ মার্চ রাত সাড়ে দশটায় সাভার থানার আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] তিনি বলেন, ৬ মার্চ মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকা হতে তিন বছরের শিশু জান্নাতকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। এরপর জান্নাতের নানীর মুঠোফোন নাম্বারে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে তারা। জান্নাতের মা দ্রুত বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে অবহিত করেন। এ সংক্রান্তে মোহাম্মদপুর থানায় একটি অপহরণ মামলা রুজু হয়।

[৫] তিনি আরো বলেন, মামলা রুজুর পর থানা পুলিশের পাশাপাশি মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। তদন্তকালে বিভিন্ন তথ্য ও উপাত্তের ভিত্তিতে অপরাধীর অবস্থান সনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়