শিরোনাম
◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা ◈ নতুন মৌসু‌মে বিপিএলের ট্রফিতে আসছে পরিবর্তন  ◈ ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা ◈ ‘চুল ধরে টেনে রাস্তায় ফেলা হয়েছে’, ইমরান খানের বোনদের অভিযোগ

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোয়াইটওয়াশের পর সংবাদ সম্মেলনে এসে মেজাজ হারালেন কোহলি

স্পোর্টস ডেস্ক : [২] নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টেস্টেও ধবলধোলাই হলো ভারত। ম্যাচ চলাকালীন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ইঙ্গিত করে গালি দিয়ে প্রথমেই সমালোচিত হন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। পরে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে প্রশ্ন করলে রেগে গিয়ে আরো সমালোচিত হন এ ব্যাটস্যান।

[৩] দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে হেরে সংবাদ সম্মেলনে জনৈক সাংবাদিক কোহলিকে উদ্দেশ্য করে বলেন, ‘বিরাট, মাঠে আপনার ব্যবহার যেমন উইলিয়ামসন (কিউই অধিনায়ক) যখন আউট হলেন এবং দর্শকদের উদ্দেশে অশালীন ও ইঙ্গিতপূর্ণ আচরণ করা, এসব নিয়ে আপনার প্রতিক্রিয়া কি?’

[৪] ফিরতি উত্তরে কোহলি বলেন, ‘আপনার কি মনে হয়?’ সেই সাংবাদিক আবার জিজ্ঞেস করেন, ‘প্রশ্নটা আমি আপনাকে করেছি?’ প্রতি উত্তরে কোহলি বলেন, ‘উত্তরটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি।’ সেই সাংবাদিক বলেন, ‘আপনার আরও ভালো উদাহরণ স্থাপন করা উচিৎ।’

[৫] এরপর কোহলি ক্ষেপে গিয়ে বলেন, ‘আপনাকে যা হয়েছে সেটা সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং এরপর আরও ভালো প্রশ্ন নিয়ে আসতে হবে। আপনি এখানে অর্ধেক প্রশ্ন আর অর্ধেক যা হয়েছে তার বর্ণনা নিয়ে আসতে পারেন না এবং আপনি যদি বিতর্ক সৃষ্টি করতে চান তাহলে এটা সঠিক জায়গা নয়। আমি ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেছি। যা হয়েছে সেটাকে তিনি কোনো ইস্যু হিসেবে ধরছেন না। ধন্যবাদ।’

[৬] এবারই প্রথম সংবাদ সম্মেলনে মেজাজ হারাননি কোহলি। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হারার পর সংবাদ সম্মেলনে ক্ষেপে গিয়েছিলেন তিনি। এর জন্য সেবার ব্যপক সমালোচিত হয়েছিলেন ভারতের অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়