শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোয়াইটওয়াশের পর সংবাদ সম্মেলনে এসে মেজাজ হারালেন কোহলি

স্পোর্টস ডেস্ক : [২] নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টেস্টেও ধবলধোলাই হলো ভারত। ম্যাচ চলাকালীন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ইঙ্গিত করে গালি দিয়ে প্রথমেই সমালোচিত হন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। পরে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে প্রশ্ন করলে রেগে গিয়ে আরো সমালোচিত হন এ ব্যাটস্যান।

[৩] দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে হেরে সংবাদ সম্মেলনে জনৈক সাংবাদিক কোহলিকে উদ্দেশ্য করে বলেন, ‘বিরাট, মাঠে আপনার ব্যবহার যেমন উইলিয়ামসন (কিউই অধিনায়ক) যখন আউট হলেন এবং দর্শকদের উদ্দেশে অশালীন ও ইঙ্গিতপূর্ণ আচরণ করা, এসব নিয়ে আপনার প্রতিক্রিয়া কি?’

[৪] ফিরতি উত্তরে কোহলি বলেন, ‘আপনার কি মনে হয়?’ সেই সাংবাদিক আবার জিজ্ঞেস করেন, ‘প্রশ্নটা আমি আপনাকে করেছি?’ প্রতি উত্তরে কোহলি বলেন, ‘উত্তরটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি।’ সেই সাংবাদিক বলেন, ‘আপনার আরও ভালো উদাহরণ স্থাপন করা উচিৎ।’

[৫] এরপর কোহলি ক্ষেপে গিয়ে বলেন, ‘আপনাকে যা হয়েছে সেটা সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং এরপর আরও ভালো প্রশ্ন নিয়ে আসতে হবে। আপনি এখানে অর্ধেক প্রশ্ন আর অর্ধেক যা হয়েছে তার বর্ণনা নিয়ে আসতে পারেন না এবং আপনি যদি বিতর্ক সৃষ্টি করতে চান তাহলে এটা সঠিক জায়গা নয়। আমি ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেছি। যা হয়েছে সেটাকে তিনি কোনো ইস্যু হিসেবে ধরছেন না। ধন্যবাদ।’

[৬] এবারই প্রথম সংবাদ সম্মেলনে মেজাজ হারাননি কোহলি। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হারার পর সংবাদ সম্মেলনে ক্ষেপে গিয়েছিলেন তিনি। এর জন্য সেবার ব্যপক সমালোচিত হয়েছিলেন ভারতের অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়