শিরোনাম
◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে শহীদ মিনার না থাকায় বাঁশের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা

জাকির হোসেন,  ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ঘুঘুয়া আবদুস সোবহান স্কুল এন্ড কলেজে শহীদ মিনার না থাকায় বাঁশের তৈরি শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্র ছাত্রীসহ ঐ এলাকার লোকজন।

১৯৯৪ সালে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলেও আজ পর্যন্ত শহীদ মিনার স্থাপন করা হয়নি। বিগত কয়েক বছর ধরে এরকম করে শহীদদের জন্য শ্রদ্ধা নিবেদন করে আসছে সেই স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা।

এ বিষয়ে ঘুঘুয়া আব্দুস সোবহান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও উক্ত কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, সরকারি বাজেটে শহীদ মিনার হবে যা শুধু সময়ের ব্যাপার।

উক্ত স্কুলের প্রাক্তন ছাত্র ও বালিয়াডাঙ্গী শমিরউদ্দীন কলেজের প্রভাষক জনাব বেনি আমিন এর একক প্রচেষ্টায় এই বাসের তৈরি শহীদ মিনার বানিয়ে বিগত কয়েক বছর ধরে এরকম করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে আসছে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

তাই শহীদ মিনার স্থাপনের জন্য উপজেলা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণের জন্য এলাকার মানুষসহ শিক্ষক শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সবাই অনুরোধ জানিয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়